সাতক্ষীরায় গৃহবধূর বিরুদ্ধে মা ও মেয়েকে হত্যার অভিযোগ
Published: 20th, February 2025 GMT
সাতক্ষীরায় মেয়েকে পুড়িয়ে এবং মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন হোসনে আরা খাতুন (৬৫) ও তাঁর নাতনি দুই মাস বয়সের আশ্রাফি। এর মধ্যে হোসনে আরা সদর উপজেলার নুনগোলা গ্রামের ধুলিহর ইউপির সাবেক সদস্য মৃত খোদাবক্স দালালের স্ত্রী এবং আশ্রাফি সাতক্ষীরা সদর উপজেলার কুশকালি গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে। গ্রেপ্তার হওয়া নারী শান্তা খাতুন নিহত হোসনে আরার মেয়ে ও আশ্রাফির মা।
শান্তার ভাবি নিলুফার ইয়াসমিন জানান, আজ দুপুরে শান্তা খাতুন (২৫) রান্না করছিলেন। এ সময় তাঁর মেয়ে আশ্রাফিকে চুলার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করার সময় তাঁর মা হোসনে আরা খাতুন বাধা দেন। এ সময় শান্তা তাঁর মা হোসনে আরাকে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি এসে দেখেন শিশু আশ্রাফি পুড়ে কয়লা হয়ে গেছে এবং তাঁর শাশুড়ি হোসনে আরা খাতুন মারা গেছেন।
প্রতিবেশী আবদুর রাজ্জাকের স্ত্রী সখিনা খাতুন জানান, আজ বেলা দুইটার দিকে শান্তা তাঁদের বাড়িতে এসে বলেন, মেয়ে আশ্রাফিকে হত্যা করার পর তাঁর মা হোসনে আরা খাতুনকে তিনি হত্যা করেছেন। এ খবর শুনে ওই বাড়িতে গিয়ে দেখেন শান্তার মেয়ে পুড়ে কয়লা হয়ে গেছে আর তাঁর মা হোসনে আরা খাতুনের মরদেহ ঘরে পড়ে রয়েছে।
ধুলিহর ইউনিয়ন পরিষদের সদস্য কোরবান আলী জানান, তিনি ঘটনা শোনার পর সাতক্ষীরা সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে নানি ও নাতনির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তা খাতুন মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ দুটি সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ