অমর একুশে বইমেলার ২০ দিন পার হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রকাশকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার প্রথম ২০ দিনে মেলায় বই বিক্রি কমেছে ৩০ শতাংশ। আজ একুশে ফেব্রুয়ারি পাঠক-দর্শনার্থী সমাগমের প্রত্যাশা থাকলেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অফিস।
এ বছর মেলায় বিক্রি কেমন– জানতে চাইলে বিশ্বসাহিত্য কেন্দ্র স্টলের বিপণন কর্মকর্তা সঞ্জয় পান্ডে বলেন, ‘গতবারের চেয়ে ৩০ শতাংশ কম।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘লোকজন এসে বই দেখে। কিন্তু কেনার লোক কম।’
বিশেষ দিন কিংবা ছুটির দিনে মেলায় লোক সমাগম হচ্ছে। কিন্তু এর ঠিক উল্টো পিঠে রয়েছে প্রকাশকদের হতাশ মুখ। লোক সমাগম হলেও তারা খুশি হতে পারছেন না। এ হতাশার রেশ মিলল কবি প্রকাশনীর মালিক সজল আহমেদের কথায়। তিনি বলেন, ‘আমাদের স্টলটা ফটোজেনিক হওয়ায় সমস্যা এবার বেড়েছে। একে তো বই বিক্রি কম। তার ওপর এক পাঠকের দেখতে থাকা বই নিয়ে ছবি তুলছে অন্যজন। এটা বিরাট সমস্যা। স্টলের সামনে যে পরিমাণ ভিড় থাকে, যদি একটা করে বই কিনত, তাহলে আমার পাঁচ-
ছয়বার বই ছাপতে হতো।’ তিনি আরও বলেন, ‘দেখি একুশে ফেব্রুয়ারি কেমন বিক্রি হয়। যদি বিক্রি তেমন না হয়, তাহলে বলা যাবে, করোনার পর সবচেয়ে ফ্লপ একটা বইমেলা পার করব আমরা। আমার স্টলে এই ২০ দিনে বিগত বছরগুলোর তুলনায় ৪০ শতাংশ কম বই বিক্রি হয়েছে।’
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে একুশে ফেব্রুয়ারির একটা আগাম আমেজ দেখা গেছে। সাদাকালো পোশাকে অনেকে এসেছিলেন।
পুরো বইমেলার চরিত্রটা এ বছর ছবি তোলা, ভিডিও করা, ঘোরা এবং খাওয়ায় সীমাবদ্ধ বলে জানান শব্দশৈলীর প্রকাশক ইফতেখার আমিন। সমকালকে তিনি বলেন, ‘এত বছর ধরে বইমেলা করি, আমরা ক্রেতা চিনি। তারা প্রতি বছর আসেন। চেনা মুখগুলোকে এ বছর আর বইমেলায় দেখা যাচ্ছে না। শুধু ক্রেতা নন, লেখক ও প্রকাশকদের উপস্থিতিও কম। এখন যারা মেলায় ঢুকছে, তারা মূলত সেলফি তোলে ও আড্ডা দেয়। বইয়ের ক্রেতা নেই।’
আশা-নিরাশার দোলাচলে চন্দ্রবিন্দুর প্রকাশক মঈন ফারুক বলেন, ‘বৃষ্টি হলে বড় ক্ষতির মুখে পড়ব। আর যদি না হয়, শেষ যে ক’টা দিন আছে, আশা করছি ভালো বিক্রি হবে।’
এবারের মেলায় অনন্যা থেকে প্রকাশিত হয়েছে সমকালের উপসম্পাদক মাহবুব আজীজের বই ‘উচ্চারণের বিপরীতে: ক্ষমতাকাঠামো ও গণঅভ্যুত্থান (২০২৪-এর আগে-পরে)’। গতকাল মেলায় আসে ১১২টি নতুন বই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো– আহমাদ স্বাধীনের ‘মুখোমুখি শয়তান লুসিফার’ (কলি), সজল আশরাফের ‘ইলিশ ইলিউশনস’ (অন্যপ্রকাশ), শামিমা সুলতানার ‘মধ্যযুগের বাংলা সাহিত্য: নানা প্রসঙ্গ’ (ঐতিহ্য), জুবায়ের রশীদের ‘বুনোগন্ধের জীবন’ (ইলহাম), অর্পণ দত্তের ‘ঈশ্বর আছেন একা’ (খড়িমাটি)।
বিকেল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ঔপন্যাসিক রশীদ করীমের উপন্যাসবীক্ষা: কয়েকটি প্রসঙ্গ’ আলোচনা অনুষ্ঠান। সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন হামীম কামরুল হক। আলোচনায় অংশ নেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। হামীম বলেন, রশীদের উপন্যাসে মধ্যবিত্ত মানসের দ্বিধান্বিত ও অন্তর্দ্বন্দ্বময় স্বরূপের উন্মোচন ঘটেছে। আলোচকদ্বয় বলেন, আধুনিক সমাজে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো রশীদ করীমের উপন্যাসে প্রবলভাবে উপস্থিত হয়েছে। লেখক বলছি মঞ্চে আলোচনা করেন শাহাবুদ্দীন নাগরী এবং ইমরান মাহফুজ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের
জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।
এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।