গাজীপুরে পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে (৯) যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম হাসান আলী। তিনি পটুয়াখালীর নৌমালা এলাকার বাসিন্দা ও গাজীপুর নগরের একটি ছবি তোলার স্টুডিওতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও শিক্ষার্থীর পরিবার জানায়, মাদ্রাসার কাজের প্রয়োজনে ওই ছাত্রী গতকাল সন্ধ্যা সাতটার দিকে স্টুডিওটিতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হলেও বাড়ি না ফেরায় সেখানে শিশুটিকে খুঁজতে যান তার বাবা। সেখানে গিয়ে দেখেন, ভেতরে কক্ষের দরজা হালকা চাপানো। আর কেউ নেই। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে হাসানকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তাঁকে আটকে পুলিশকে খবর পাঠানো হয়। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

এ ঘটনার পর ওই শিশুশিক্ষার্থীর বাবা যৌন হয়রানির অভিযোগ এনে বাসন থানায় একটি মামলা করেন। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহাম্মেদ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য’।

প্রধান উপদেষ্টা আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় বলেন, শুল্কহার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকেরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আলোচকেরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।

বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরও শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।’

সম্পর্কিত নিবন্ধ