জুলাই-আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন এই তথ্য। 

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে সম্প্রতি দুবাইয়ে গিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সেখানে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সম্ভাব্য সিরিজির বিষয়ে আলোচনা হয়েছে। তবে সিরিজের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। 

শাহরিয়ার নাফিজ বলেন, ‘বিসিবি ও পিসিবি সম্ভাব্য সিরিজের বিষয়ে আলোচনা করছে। দুই বোর্ডই সিরিজের বিষয়ে ইতিবাচক।’ 

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ ঘরের মাঠে এপ্রিলের মাঝামাঝি জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে। এরপর মে মাসে আইসিসির নির্ধারিত সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে  ও টি-২০ আছে ওই সিরিজে। 

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ আছে বাংলাদেশের। ওই সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে বাংলাদেশ। আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। 

সেপ্টেম্বরে ভারতের মাটিতে এশিয়া কাপ আছে। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও তিনটি টি-২০ খেলার কথা বাংলাদেশের। এরপর যদি সম্ভব হয় নভেম্বরের শেষ নাগাদ বিপিএলের সূচি রাখতে চায় বিসিবি। সব মিলিয়ে চলতি বছর বেশ ব্যস্তই যাবে জাতীয় দলের ক্রিকেটারদের। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঘর র ম ঠ

এছাড়াও পড়ুন:

জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে

পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে অনেকেই গুগল স্লাইডসের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন। অনলাইনে ব্যবহারের সুযোগ থাকায় যেকোনো জায়গা থেকেই গুগল স্লাইডসের মাধ্যমে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। আর তাই ব্যবহারকারীদের সহজে প্রেজেন্টেশন তৈরির সুযোগ দিতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির সুবিধা যুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন সুবিধা কাজে লাগিয়ে যেকোনো লেখা বা নথিকে মুহূর্তেই আকর্ষণীয় প্রেজেন্টেশনে রূপ দেওয়া যাবে। চাইলে শুধু প্রম্পট লিখেও নতুন প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। নিয়মিত যাঁরা প্রেজেন্টেশন তৈরি করেন, তাঁদের জন্য এটি হতে পারে বিশেষ সহায়ক। সময় বাঁচানোর পাশাপাশি এটি কাজকে সুন্দরভাবে উপস্থাপন করবে। জেমিনির ক্যানভাস টুল থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

গুগল জানিয়েছে, জেমিনির নতুন সুবিধা ব্যবহার করে জটিল নথি, বিক্রয়ের প্রতিবেদনকে পেশাদার মানের প্রেজেন্টেশনে রূপান্তর করা যাবে। বৈঠকের সারসংক্ষেপ তৈরি করতেও এটি কাজে লাগানো যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজের প্রবন্ধ ও নোটকে স্লাইডে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই বিনা মূল্যে জেমিনি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির পদ্ধতি

জেমিনি ব্যবহার করে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। এ জন্য প্রথমে কম্পিউটার বা মুঠোফোনের ওয়েব সংস্করণে জেমিনি খুলে টুলবার থেকে ক্যানভাস অপশন বেছে নিতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ‘ক্রিয়েট আ প্রেজেন্টেশন’। এরপর প্রেজেন্টেশনের বিষয়বস্তু যোগ করতে হবে। চাইলে নিজের কোনো নথি আপলোড করেও তার ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • রোবটদের সঙ্গে আমার বন্ধুত্বের গল্প 
  • আরব আমিরাতকে ৪৯ রানে গুঁড়িয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
  • চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে