আপত্তিকর ছবি ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ ও টাকা আত্মসাৎ, বিমানবন্দরে যুবক গ্রেপ্তার
Published: 25th, February 2025 GMT
ফেনীর সোনাগাজীতে আপত্তিকর ছবি তোলার পর তা ছড়ানোর হুমকি দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে একাধিবার ধর্ষণ করেন কয়েকজন যুবক। পরে চক্রটি ছবি প্রকাশের ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছ থেকে ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে থানায় ওই গৃহবধূ মামলা করার পর পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী। তিনি আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তার হারুনুর রশিদ সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় হারুনুর রশিদকে গ্রেপ্তারের পর তল্লাশি করে একটি মুঠোফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করে পুলিশ। যাতে গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামি হারুনুর রশিদ ওই গৃহবধূর স্বামীর পরিচিত। মুঠোফোন ঠিক করার কথা বলে তিনি ওই গৃহবধূর বাড়ি যান। তাঁর সঙ্গে জড়িত অপরাধী চক্রটি ওই গৃহবধূর কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি অভিযুক্তরা গৃহবধূকে আরও ১৫ লাখ টাকার জন্য চাপ দিলে গৃহবধূ এলাকা ছেড়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যান। পরে ওই গৃহবধূ তিনজনকে আসামি করে ১১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//