আপত্তিকর ছবি ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ ও টাকা আত্মসাৎ, বিমানবন্দরে যুবক গ্রেপ্তার
Published: 25th, February 2025 GMT
ফেনীর সোনাগাজীতে আপত্তিকর ছবি তোলার পর তা ছড়ানোর হুমকি দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে একাধিবার ধর্ষণ করেন কয়েকজন যুবক। পরে চক্রটি ছবি প্রকাশের ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছ থেকে ৫৮ লাখ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে থানায় ওই গৃহবধূ মামলা করার পর পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম হারুনুর রশিদ ওরফে হারুন মিয়াজী। তিনি আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
গ্রেপ্তার হারুনুর রশিদ সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় হারুনুর রশিদকে গ্রেপ্তারের পর তল্লাশি করে একটি মুঠোফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করে পুলিশ। যাতে গৃহবধূর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামি হারুনুর রশিদ ওই গৃহবধূর স্বামীর পরিচিত। মুঠোফোন ঠিক করার কথা বলে তিনি ওই গৃহবধূর বাড়ি যান। তাঁর সঙ্গে জড়িত অপরাধী চক্রটি ওই গৃহবধূর কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি অভিযুক্তরা গৃহবধূকে আরও ১৫ লাখ টাকার জন্য চাপ দিলে গৃহবধূ এলাকা ছেড়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যান। পরে ওই গৃহবধূ তিনজনকে আসামি করে ১১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। ওই মামলায় আসামি হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা হলো না রোনালদোর
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপার স্বপ্নভঙ্গ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের। বুধবার (৩০ এপ্রিল) রাতে সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সৌদি ক্লাবটিকে।
আর প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নেওয়া কাওয়াসাকি ইতিহাস গড়ল প্রথম সাক্ষাতে শক্তিশালী আল-নাসরকে হারিয়ে।
সৌদির আল ইনমা ব্যাংক স্টেডিয়ামে আয়োজিত সেমিফাইনালে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে জাপানি দলটি। ম্যাচের ১০ মিনিটেই কাওয়াসাকিকে এগিয়ে দেন তাকসুয়া ইতো। তবে ১৮ মিনিট পর আল-নাসরকে সমতায় ফেরান সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে, পোস্ট কাঁপানো ডান পায়ের দারুণ শটে।
আরো পড়ুন:
মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি
রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার
তবে বিরতির ঠিক আগ মুহূর্তে, (৪১ মিনিটে) আবারও এগিয়ে যায় কাওয়াসাকি। এবার গোল করেন ইউটো ওজেকি। ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন আকিহিরো ইয়েনাগা। পরে বদলি খেলোয়াড় আইমান ইয়াহিয়া একটি গোল ফিরিয়ে দিলেও তা যথেষ্ট ছিল না রোনালদোর দলের জন্য।
যোগ করা সময়ে একাই চারবার গোলের চেষ্টা করেছিলেন রোনালদো। তবে সফল হতে পারেননি একবারও। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো তাকে।
এ জয়ের ফলে কাওয়াসাকি ফ্রন্টেলে উঠে গেল ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আল-নাসরেরই ঘরোয়া লিগ প্রতিদ্বন্দ্বী আল-আহলি।
তিনবার সেমিফাইনালে পৌঁছেও এখনও এএফসি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারেনি আল-নাসর। যদিও এবার রোনালদোরা চেষ্টা কম করেননি। ম্যাচে তারা মোট ২১টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
রোনালদো একাই ৮টি শট নিয়েছিলেন। যার মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে। এই আসরে যদিও তার গোলসংখ্যা দাঁড়ালো ৮-এ। একটি আসরে আল-নাসরের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। যা ২০২০ সালে আবদাররাজাক হামদাল্লাহর করা সাত গোলকে ছাড়িয়ে গেছে।
ক্লাব পর্যায়ে মহাদেশীয় প্রতিযোগিতায় রোনালদোর এটি সেরা মৌসুম নয়। সর্বশেষ ২০১৭-১৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি করেছিলেন ১৫ গোল।
ঢাকা/আমিনুল