বন্দর উপজেলার একরামপুর এলাকায় এক বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। একই সাথে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে। 

এ ঘটনার পর থেকে নাবালক একমাত্র ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী। 

শনিবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে এর প্রতিকার চান বিলকিস বেগম শিউলি নামে নির্যাতিতা নারী। এসময় সাথে ছিলেন মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী তার একমাত্র ছেলে সহ স্থানীয় বাসিন্দারা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বিলকিস বেগম শিউলি জানান, পৈতৃক সূত্রে পাওয়া অর্ধ শতাংশ জমিতে ঘর তুলে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন। স্বামীর মৃত্যুর পর সম্প্রতি নিজের ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলেরা বাড়ির সামনে দেয়াল টেনে যাওয়া আসার রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তার ভিটেবাড়ি দখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বিলকিস বেগম শিউলি আরও জানান, এ ঘটনায় বন্দর থানায় জিডি করলেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পান নি। বরং তদন্ত কর্মকর্তা বিবাদীদের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার।

পাশাপাশি ভাইয়ের পরিবারের লোকজন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সহায় সম্বলহীন এই বিধবা নারী। 

এ অবস্থায় নিজের ভিটেবাড়ি ফিরে পাওয়া সহ মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন তিনি। এসময় নিজের জীবনের নিরাপত্তা ও একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য কান্নায় ভেঙে পড়েন শিউলি। 

কান্নাজড়িত কন্ঠে বিলকিস বেগম শিউলি বলেন, ওরা আমাকে মেরে ফেলবে। আমি না থাকলে আমার নাবালক ছেলের কি হবে? আমি আমার ছেলেকে নিয়ে আমার ভিটেবাড়িতে নিরাপদে থাকতে চাই। মিথ্যা মাম লা থেকে রেহাই চাই। সরকারের কাছে আমি এর প্রতিকার চাই। আমার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ