গাজীপুরে সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন
Published: 2nd, March 2025 GMT
মাসব্যাপী ইফতারের আয়োজনের উদ্বোধন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। রবিবার (২ মার্চ) বিকেলে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন তিনি।
প্রথম দিনে কয়েক শত রোজাদারকে ইফতার করানো হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের মাসব্যাপী ইফতার করানো হবে।
এম মঞ্জুরুল করিম রনি জানান, সারা দিন রোজা শেষে অসহায় মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
জমজমাট কুমিল্লার ইফতার বাজার
স্বাগতম মাহে রমজান!
রোজার প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে ইফতারের এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে টঙ্গী, কোনাবাড়ীসহ নগরের অন্যান্য স্থানে চলবে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেওয়া হয়েছে।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা পর্যাক্রমে মাসব্যাপি এ কার্যক্রম চলবে।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন ইফত র ম সব য প ইফত র
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি