দুই মাস গড়িয়ে তৃতীয় মাসে পা রেখেছে ২০২৫ সাল। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। চলতি বছরে কোন সংস্করণে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন অবশেষে তা চূড়ান্তের অপেক্ষায়।

সোমবার (০৩ মার্চ) দুপুরে বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলার বোর্ড কার্যালয়ে ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা ও ক্রিকেটারদের নাম চূড়ান্ত করা হবে। এবারের মিটিংয়ের অ্যাজেন্ডার মধ্যে বেশ কয়েকটিই জাতীয় দল সম্পর্কিত।

আরো পড়ুন:

জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক

সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুকের বৈঠকে কী হয়েছে

ফেব্রুয়ারির ২৮ তারিখে জাতীয় নির্বাচক হিসেবে ইস্তফা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তার চাকরি এবং নির্বাচক হিসেবে কে আসবেন তার জায়গায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

জাতীয় দলের দুই কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের স্বপদে বহাল রাখা হবে কী না তা আলোচনা হবে মিটিংয়ে।

আলোচ্য সূচির অন্যতম প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি। এই মিটিংয়ে বাড়তে পারে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা।

এ ছাড়া পূর্বাচলের স্টেডিয়াম, সিসিডিএমের অন্তর্ভূক্ত ক্লাবের নাম পরিবর্তনসহ আরও বেশ কয়েকটি বিষয় বোর্ড মিটিংয়ের অ্যাজেন্ডায় রয়েছে।

এর আগে বিসিবির সবশেষ বোর্ডসভা হয়েছে ২৫ জানুয়ারি। গঠনতন্ত্র সংশোধনীর দাবিতে ক্লাবগুলোর আন্দোলনের পর মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ