কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত
Published: 2nd, March 2025 GMT
দুই মাস গড়িয়ে তৃতীয় মাসে পা রেখেছে ২০২৫ সাল। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। চলতি বছরে কোন সংস্করণে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন অবশেষে তা চূড়ান্তের অপেক্ষায়।
সোমবার (০৩ মার্চ) দুপুরে বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলার বোর্ড কার্যালয়ে ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।
এতে জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা ও ক্রিকেটারদের নাম চূড়ান্ত করা হবে। এবারের মিটিংয়ের অ্যাজেন্ডার মধ্যে বেশ কয়েকটিই জাতীয় দল সম্পর্কিত।
আরো পড়ুন:
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক
সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুকের বৈঠকে কী হয়েছে
ফেব্রুয়ারির ২৮ তারিখে জাতীয় নির্বাচক হিসেবে ইস্তফা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তার চাকরি এবং নির্বাচক হিসেবে কে আসবেন তার জায়গায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।
জাতীয় দলের দুই কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের স্বপদে বহাল রাখা হবে কী না তা আলোচনা হবে মিটিংয়ে।
আলোচ্য সূচির অন্যতম প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি। এই মিটিংয়ে বাড়তে পারে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা।
এ ছাড়া পূর্বাচলের স্টেডিয়াম, সিসিডিএমের অন্তর্ভূক্ত ক্লাবের নাম পরিবর্তনসহ আরও বেশ কয়েকটি বিষয় বোর্ড মিটিংয়ের অ্যাজেন্ডায় রয়েছে।
এর আগে বিসিবির সবশেষ বোর্ডসভা হয়েছে ২৫ জানুয়ারি। গঠনতন্ত্র সংশোধনীর দাবিতে ক্লাবগুলোর আন্দোলনের পর মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন