৫০ হাজারের চূড়ায় বাস্কেটবল ‘কিং’ লেব্রন জেমস
Published: 5th, March 2025 GMT
বাস্কেটবলকে নতুন উচ্চতায় ওঠালেন লেব্রন জেমস। মার্কিন টেনিস কিংবদন্তি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এনবিএতে ৫০ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছেন। রেগুলার সিজন ও প্লে-অফ মিলিয়েই ৫০ হাজার ছুঁলেন ৪০ বছর বয়সী জেমস।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় আজ বুধবার সকালে) এই কীর্তি গড়েছেন জেমস। নিউ অরলিন্স পেলিক্যানসের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস লেকার্সের তারকা ম্যাচটি শুরু করেছিলেন ৪৯,৯৯৯ পয়েন্ট নিয়ে। ম্যাচের প্রথম কোয়ার্টারে একটি ৩-পয়েন্টার স্কোর করেই ৫০ হাজার পেরিয়ে যান ম্যাচে মোট ১৭ পয়েন্ট পাওয়া জেমস। তাঁর দল ম্যাচটি জিতেছে ১০৮-১০২ পয়েন্টে।
৫০ হাজারের প্রথম, এই তথ্যটাই বলে দিচ্ছে এনবিএ ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্টের মালিক লেব্রন জেমসই। ২০২৩ সালে করিম আবদুল-জব্বারের রেকর্ড ভাঙা জেমস পূর্বসূরির চেয়ে এগিয়ে প্রায় ৬ হাজার পয়েন্টে। আবদুল-জব্বারের পয়েন্ট ৪৪ হাজার ১৪৯।
লেব্রন জেমস ৫০ হাজার পয়েন্ট পাওয়ার পরের মুহূর্ত.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫০ হ জ র
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//