এম আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টা না করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিশ্চয় কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছেন, যারা শিক্ষকদের অনাহারে রেখেছেন। তারাই শিক্ষকদের প্রতি প্রধান উপদেষ্টাকে নজর দিতে দিচ্ছেন না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, নন-এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা মেটাতে যে দাবি তুলেছেন, তার প্রতি ন্যূনতম কর্ণপাত করেনি সরকার। এরা তো আবু সাঈদ, মুগ্ধ ও আহনাফের রক্ত ঝরা সরকার। নন-এমপিওভুক্ত শিক্ষকরা ২০ থেকে ৩০ বছর ধরে একটি টাকাও পাননি। তারা তো টাকা না নিয়ে অনেক ছাত্র তৈরি করেছেন, যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন। বিভিন্ন সরকারি দায়িত্বও পালন করছেন। তো এসব শিক্ষক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন?

রিজভী বলেন, যারা ভালো কিছু করতে চায়, তাদের বিরুদ্ধেই লোক লেগে যায়। ড.

এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, বড় মাপের একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাঁকে চিনি। আমরা চিনি বলেই কি তাঁকে অপমানিত করা হচ্ছে? কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টার কান ভারী করে, নাম ঘোষণা করার পরও আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টার মতো পদে না বসাতে চক্রান্ত করেছেন। একজন গুণী ও যোগ্য মানুষ আমিনুল ইসলাম। তাঁকে অন্তর্বর্তী সরকার যে অপমান করল, তা অত্যন্ত দুর্ভাগ্যের।

নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহাসচিব জাকির হোসেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান প্রমুখ।


 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ