Prothomalo:
2025-09-17@23:40:03 GMT

এ অরাজকতা বন্ধ করতেই হবে

Published: 7th, March 2025 GMT

একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটলেও এর মোকাবিলায় সরকারকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বরং সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও বক্তব্য পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। কয়েক দিন আগে ঢাকায় দুই ইরানি নাগরিক মব সহিংসতার শিকার হন। এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি রাজনৈতিক দলের দুই কর্মী গণপিটুনিতে মারা যান। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীও হেনস্তার শিকার হন।

তবে এসব ছাড়িয়ে যে ঘটনা জনমনে মারাত্মক উদ্বেগ সৃষ্টি করেছে, তা হলো গুলশানের ৮১ নম্বর সড়কের একটি বাড়ির চতুর্থ তলার বাসায় মধ্যরাতে একদল লোকের তাণ্ডব, ভাঙচুর ও ডাকাতি। তাণ্ডবের আগে ওই ব্যক্তিরা গুজব ছড়িয়ে দেন যে সাবেক এমপি তানভীর ইমামের মালিকানাধীন এই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। তাঁরা এতটাই বেপরোয়া ছিলেন যে এসএমএসের মাধ্যমে সাংবাদিকদের আগাম খবর দিয়ে বাসায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। বিস্ময়কর হলো, বাসাটি সাবেক এমপি তানভীর ইমামের নয়, তাঁর সাবেক স্ত্রীর, যঁার সঙ্গে ১২ বছর আগে তাঁর সম্পর্কের ইতি ঘটে।

পুলিশের ভাষ্য হলো, বাসার সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ অবৈধ অস্ত্র ও টাকা থাকার গুজব ছড়িয়ে লোকজন জড়ো করেছেন। পুলিশ শাকিল, তাঁর ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। টিভি ফুটেজে দেখা যাচ্ছে, ২৫ থেকে ৩০ ব্যক্তি হামলার ঘটনা ঘটিয়েছেন। অন্যরা কোথায় গেলেন?

কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশানে যদি দুর্বৃত্তরা সাংবাদিকদের ডেকে মধ্যরাতে এ রকম ঘটনা ঘটাতে পারে, তাহলে নাগরিকদের নিরাপত্তা কোথায়? এতে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি মব তৈরি করে যেকোনো বাসায় হামলা চালাতে পারে। ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ব্যাখ্যা দিয়েছে, তা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা মাত্র। তাদের ভাষ্য, গুলশানের ওই বাসায় অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে ‘তল্লাশি’র নামে ২০ থেকে ২৫ জন লোক দরজা ভেঙে বাসায় ঢুকে পড়েন।

কোনো ব্যক্তি চাইলেই কি কোনো বাড়িতে ‘তল্লাশি’ চালাতে পারেন? কোথাও অপরাধ সংঘটিত হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দেশে আইনের শাসন থাকলে মধ্যরাতে দুর্বৃত্তরা এ রকম ‘তল্লাশি’ চালাতে পারত না। কোনো বাসায় অবৈধ অস্ত্র কিংবা অর্থ লুকানো থাকলে তাঁরা থানা-পুলিশকে খবর দেবেন। সমাজবিরোধী কিংবা আইন অমান্যকারী কোনো ব্যক্তি থাকলেও সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের নয়।

গত বছরের আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন বিশৃঙ্খল অবস্থা কিংবা মব সহিংসতার কারণ হিসেবে পুলিশ নিষ্ক্রিয় বলে দোহাই দেওয়া হতো। সাত মাস পরও সেই অজুহাত কোনোভাবে চলে না; যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, সেনাসদস্যরাও নিয়োজিত। গুলশান-বারিধারার মতো কূটনৈতিক এলাকায় যদি মানুষ এ রকম মব তৈরি করে মধ্যরাতে বাড়ি ভাঙচুর করতে পারে, অন্যান্য স্থানে কী ঘটতে পারে, অনুমান করা কঠিন নয়।

সরকার কত বাহিনী নিয়ে কত প্রকার অভিযান চালাচ্ছে, সেই হিসাব জনগণ জানতে চায় না। তারা চায় ঘরের ভেতরে ও বাইরে জানমালের নিরাপত্তা। ঘটনার পেছনে না দৌড়ে সরকারের উচিত শক্ত হাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মব সহিংসতার নামে দেশব্যাপী যে অরাজকতা চলছে, তা বন্ধ করতেই হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • নুরুল হকের ওপর হামলার ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য
  • ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
  • আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের