Samakal:
2025-08-01@21:11:01 GMT

আগুনে নিঃস্ব তিন পরিবার

Published: 7th, March 2025 GMT

আগুনে নিঃস্ব তিন পরিবার

নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন পরিবারের আটটি ঘরসহ ১০ লাখ টাকার সামগ্রী পুড়ে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

গ্রামের খবির মণ্ডলের তিন ছেলে খোরশেদ মণ্ডল, নওশাদ মণ্ডল ও মুক্তার হোসেনের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দয়ারামপুর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খোরশেদ মণ্ডলের বাড়িতে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পড়ে নওশাদ ও মুক্তার হোসেনের বাড়িতে। এ সময় তাদের পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে তিন পরিবারের আটটি বসতঘরসহ টাকা, একটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে পরিবারগুলোর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন পর ব র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ