এ বছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাজ সাজ রব। নেট–দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের  ৮০ শতাংশ নাকি উশুল করে নিয়েছেন নির্মাতারা। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।

ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা; আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।

‘সিকান্দার’ ছবির টিজারে সালমান খান। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লঞ্চ মালিক এম এ বারী খান মারা গেছেন

ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক এম এ বারী খান (৮২) মারা গেছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম এ বারী খানের বড় ছেলে বেনজির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।’’

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর চাঁদপুরের বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে এম এ বারী খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ