হোটেল র্যাডিসন ব্লু বে ভিউ নতুন নতুন আইটেম দিয়ে এবারের ইফতারের বিশেষ খাবারের আয়োজন করেছে। রাখা হয়েছে বিশেষ ইফতার বাজারও। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২ মার্চ ইফতার বাজার উদ্বোধন করা হয়েছে। এ আয়োজনের লবি ও লেভেল ৩-এর এক্সচেঞ্জ রেস্টুরেন্টের সাজসজ্জার স্পন্সর হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। প্রতিদিনের ইফতার বাজারে রয়েছে– চিকেন চাপ, ফ্রাইড ফিশ কাটলেট, বিফ আখনি, মাটন তেহারি, ফ্রাইড ফালাফেল, ল্যাম্ব আদানা কাবাব, মাটন, বিফ ও চিকেন হালিমসহ থাকছে আরও অনেক আইটেম। ডেজার্ট আইটেমেও রয়েছে বৈচিত্র্য। রাখা হয়েছে বাকলাভা, গুলাব জামুন, রেশমি জিলাপি। আরবীয় মিষ্টির মধ্যে থাকছে বাসবুসা, কুনাফা ও বালাল এল শাম। ইফতার বাজার প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। রমজানের শেষ দিন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবার রাখা হয়েছে এক্সক্লুসিভ ‘বাই ১ গেট ১’ ও ‘বাই ১ গেট ৩’ অফার, যা নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা উপভোগ করতে পারবেন। ইফতার শেষে ডিনারও রাখা হয়েছে এই তারকা হোটেলে।
ব্যাংক কর্মকর্তা আদিলুর রহমান পরিবার নিয়ে ইফতার করতে এসেছেন হোটেল র্যাডিসন ব্লু বে ভিউতে। তিনি তার ব্যাংকের কার্ড ব্যবহার করে ‘বাই ১ গেট ৩’ অফার প্যাকেজ নিয়েছেন। আদিল বলেন, খরচ একটু বেশি হলেও সন্তানদের ইচ্ছেপূরণে র্যাডিসনে ইফতার করতে এসেছি। খাবার খেয়ে মন ভরে গেল।
মাসব্যাপী ‘ইফতার বাজার’-এ রয়েছে প্রায় ৪১ পদের মুখরোচক খাবার। এতে আছে ১ হাজার ৯৫ টাকায় ৫০০ গ্রাম বিফ আখনি, ১ হাজার ৩৯৫ টাকায় ৫০০ গ্রাম মাটন তেহারি, ৯৯৫ টাকায় চিকেন তেহারি, ৩৯৫ টাকায় চিকেন চাপ, ৩৭৫ টাকায় বারবিকিউ চিকেন, ৪৫ টাকায় ২ পিস বেগুনি, ২৯৫ টাকায় চিকেন আফগানি কাবাব, ৩৪৫ টাকায় ফ্রাইড ফিশ কাটলেট, ১৯৫ টাকায় মাশরুম তান্দুরি, ২২৫ টাকায় ফ্রাইড ফালাফেল, ৫৯৫ টাকায় ল্যাম্ব আদানা কাবাব, ১ হাজার ৯৫ টাকায় গুলাব জামুন, ১ হাজার ২৯৫ টাকায় স্পেশাল রেশমি জিলাপি, ৮৯৫ টাকায় এক কেজি ফিরনি, ৯৫ টাকায় বাকরখানি, ৮৭৫ টাকায় এক কেজি মাটন হালিম, ৮২৫ টাকায় এক কেজি বিফ হালিম, ৭২৫ টাকায় এক কেজি চিকেন হালিম।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র ট ক য় এক ক জ ইফত র ব জ র
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।