মানুষের পাশে ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’
Published: 11th, March 2025 GMT
“সংসারে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-ছেলে মেয়ে রয়েছে। সারা দিন রিকশা চালাই। কোন দিন ৫০০ কোন দিন ৬০০ টাকা কামাই হয়। রিকশা ভাড়া আড়াইশ’ টাকা দিয়ে ইনকাম থাকে আড়াইশ’ থেকে ৩০০ টাকা। তা দিয়ে সংসার চালামু না কি ইফতার করুম? সারা দিন বাইরে বাইরে থ্যাইকা রিকশা চালাই। তাই বাসায় যাইতে পারি না। এইখানে ইফতার করায়, তাই চইল্যা আসি ইফতার করনের লাইগ্যা।”
গোপালগঞ্জে শহরের পৌর পার্কে ইফতার করতে এসে এ কথাগুলোই বলছিলেন রিকশা চালক মো.
এক বেলার ইফতার নিয়ে এমন সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ।’ প্রতিদিন কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করছে তারা।
ইফতারে বসেছেন সমাজের নিম্ন আয়ের মানুষেরা
গোপালগঞ্জে শহরের লঞ্চঘাট এলাকার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রতিদিন দুপুর থেকে ইফতার তৈরির কাজ শুরু করে ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ এর একদল সদস্য। এরমধ্যে কেউবা স্কুল আবার কেউ বা পড়ছে কলেজে। এসব সদস্যরা নিজেদের হাত খরচ, পরিবার আর পরিচিতজনদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিন শতাধিক মানুষের মুখে এক বেলা ইফতার তুলে দিচ্ছেন। এসব ইফতারের মধ্যে কোনদিন রয়েছে মুড়ি-ছোলা-বেগুনি, কোন দিন দই-চিড়া, কোন দিন খিচুড়ি আবার কোনদিন রয়েছে বিরিয়ানী। যেদিন যেমন আর্থিক সাহায্য পান সেই সেইরকমই খাবার তৈরি করেন তারা।
পরে ইফতারের আগে খাবারগুলো নিয়ে আসা হয় গোপালগঞ্জে শহরের পৌর পার্ক চত্ত্বরে। সেখানেই এসব অসহায় ও দিনমজুর মানুষেকে ইফতার করানো হয়।
ইফতার করতে আসা কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের বাসিন্দা রিকশা চালক আব্দুস সত্তার শেখ বলেন, “প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার করি। রিকশা ভাড়া দিয়ে পরিবারের জন্য ইফতার কিনতে পারি না। এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করছি।”
অপর রিকশা চালক লিটন মোল্লা বলেন, “আগের মত তেমন একটা আয় রোজগার নেই। পরিবারের জন্য ভাল কোন ইফতার কিনতেও পারি না। প্রতিদিন চলতি পথে এনাদের থেকে ইফতার নিয়ে যাই। কোন কোন দিন বাসায় যেতে না পারলে এখানে বসেই ইফতার করি।”
স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ এর সদস্য মো. নূর নবী, আসিফ করিম বলেন, “আমরা নিজেদের হাত খরচ, পরিবার ও প্রতিবেশি এবং পরিচিতজনদের কাছ থেকে সাহায্য নিয়ে এসব খাবার বিতরণ করছি। নিজেদের মনের আনন্দ পেতে কষ্ট হলেও কিছুটা করার চেষ্টা করছি। বিত্তবানদের কাছে আমাদের আবেদন তারা যেন এসব অসহায় মানুষদের দিকে একটু সাহায়্যের হাত বাড়িয়ে দেয়।”
খিচুড়ি রান্নায় ব্যস্ত ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ - এর সদস্যরা
সংগঠনের অপর সদস্য আহম্মদ আলী থান, শীরিন আক্তার তানহা বলেন, “অনেক দুঃস্থ, অসহায়, গরিব মানুষ আর্থিক সমস্যার কারণে ঠিকমত ইফতার করতে পারছে না। আমরা তাদের কথা বিবেচনা করে নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা ইফতার বিতরণ করছি। প্রতিদিন শতাধিক মানুষের মাঝে এসব খাবার বিতরণ করে থাকি।”
‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ - এর যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আহমাদ চৌধুরী বলেন, “২০১৭ সাল থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রতিবারের মত এবারের রোজাদার ও কর্মহীন মানুষের মুখে একবেলা ইফতার তুলে দিতে চেষ্টা করে যাচ্ছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী রান্না করা ইফতার এসব মানুষেদের হাতে তুলে দিচ্ছি। যাতে তারা অন্তত এক বেলা পেট ভরে খাবার খেতে
পারে।”
তিনি আরো বলেন, “সমাজের বিত্তবানেরও এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। তারা আর্থিক বা বিভিন্ন উপকরণ দিয়ে এসব মানুষের এক বেলার খাবার যোগাতে পারেন। তারপরেও যতটুকু সম্ভব পুরো রমজান মাস ধরে আমাদের এ কার্যক্রম চলবে।”
ঢাকা/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইফত র করত ইফত র ক ত র কর পর ব র এক ব ল র সদস সদস য অসহ য়
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।