ঢাকার জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া কেরানীগঞ্জ মডেল থানার ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো.

সামসুজ্জামান বলেন, ২০২৪ সালে কেরানীগঞ্জ মডেল থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শহিদুল ইসলাম (২২)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দার নগর গ্রামে।

গত ১৭ ফেব্রুয়ারি শহিদুলসহ ১২ আসামিকে শুনানির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত পুলিশের উপপরিদর্শক আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শহিদুল পালিয়ে নেত্রকোনার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় আশ্রয় নিয়েছেন জানতে পেরে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ