ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপিদের আস্তভাজন শওকত আকবর বন্দরের মালিবাগ এলাকায়  গড়ে তুলে একক  আদিপত্য ও এক সন্ত্রাসী বাহিনী।

আওয়ামীলীগের দলীয় প্রভাবে জমি  দখল,  প্রতারণা, বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানি  সহ  নানা অপকর্মে হোতা শওকত আকবর বহাল তবিয়তে।  

হাসিনা ও তার মন্ত্রী- এমপিরা  দেশ ছেড়ে পালিয়ে গেলেও শওকত আকবর এখনো প্রভাব বিস্তার করে  ভাগিয়ে নিতে  যাচ্ছেন মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ। পেশায় তিনি একজন শিক্ষক হলেও এলাকায় রয়েছে তার  সন্ত্রাসী বাহিনী।

একক আদিপত্য বিস্তারে অতিষ্ঠ মালিবাগ সহ আশপাশের  ৭-৮ গ্রামের মামুষ। শওকত আকবর  জমি ক্রয়বিক্রয় জাল জালিয়াতি ও অর্থ  আত্নসাতের ঘটনায়  জোসনা নামে এক নারী মানষিক রোগী হয়ে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানাগেছে, বন্দরের মালিবাগ গ্রামের  আনোয়ার হোসেন প্রধানের ছেলে শওকত আকবর আওয়ামীলীগের দলীয়  পদপদবিতে না থাকলেও সাবেক এমপি শামীম ওসমান, এমপি নজরুল ইসলাম বাবু, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিদ্ধিরগঞ্জের নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি ও বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএ রশীদ সহ আরো একাধিক নেতা  আমন্ত্রিত অতিথি  হয়ে আসতেন  তার বাড়িতে।  

আওয়ামীলীগের  শীর্ষ  মন্ত্রী এমপিদের আগমনে বেপরোয়া হয়ে উঠে শওকত আকবর। ছোট ভাই  ইমরুল কায়েস ইমনের  নামে গড়ে তুলেছে এক সন্ত্রাসী বাহিনী।  

এ বাহিনী নিয়ন্ত্রণে  জমিদখল,  মাদক কারবারি ও ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড।  পাশ্ববর্তী বটতলা গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে স্থানীয় বিএনপি কর্মী  মঞ্জু মিয়ার জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে শওকত আকবর। 

পরে  নিজ ভবনে ডাকাতির নাটক সাজিয়ে জমির মালিক মঞ্জুকে ডাকাতি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে নাম মাত্র মূল্যে জমি রেজিষ্ট্রেশন করে নেয় শওকত।  কুমিল্লা মেঘনা উপজেলা সিঙ্গাপুর প্রবাসী কামাল হোসেনের কাছ থেকে  তিন শতাংশ জমি রেজিষ্ট্রেশন করে শওকত ।  পরে জমির ৯ লাখ  টাকা না  দিয়ে উল্টো সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখালে প্রাণ বাঁচাতে ওই প্রবাসী পালিয়ে যায়। 

মুছাপুর ইউপির মালিবাগ সাবের বাড়ি এলাকার জোসনা বেগমের শেষ সম্বল ৩ শতাংশ জমি রেজিষ্ট্রেশন করে নিয়ে শওকত আকবর এখন মূল্য পরিশোধ করছে না অভিযোগ নিরীহ জোসনা বেগম তার পরিবারের। বাড়িতে এসে টাকা দিবে এই  বিশ্বাসে জমি রেজিষ্ট্রেশন করে দেয়া হয়। ওই টাকা নিয়ে এখনো তালবাহানা, প্রতারণা  করে আসছে। 

এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের বিচার প্রার্থনা করা হয়েছে বলে জোসনা বেগমের ছেলে শাহাদাত মিয়া জানিয়েছেন।  এছাড়াও শওকত আকবরের বিরুদ্ধে আরো একাধিক অপরাধ কর্মকান্ডের অভিযোগ থাকলেও এগুলো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ ভাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে।  সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষিক মনির হোসেনকে শওকত আকবরের সন্ত্রাসী বাহিনী  হুমকিদমকি ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শওকত আকবরের বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি  অস্বীকার করেন।  এ বিষয়ে তিতি আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপর ধ আওয় ম ল গ মন ত র

এছাড়াও পড়ুন:

রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, উত্তর জেলা আহ্বায়কসহ আহত ২০

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতা–কর্মীদের বহর নিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার। একই দিন আগামী ৯ আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্বনির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের। গোলাম আকবর তাঁর বহর নিয়ে সত্তারহাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের মুখোমুখি হন। ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, গোলাম আকবরের বহরের একটি পাজেরো জিপের সামনের–পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। গাড়ির ভেতরেও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি মোটরসাইকেল। ঘটনার পরপরই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে পুলিশ আসার পর সড়কের এক পাশে যানবাহন চলাচল শুরু হয়।

রাউজানে সংঘর্ষের সময় ভাঙচুর করা গাড়ি। আজ বিকেলে

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
  • ফরিদপুরে ইজিবাইকচালক শওকত হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড
  • রাউজানে উত্তেজনা থামেনি, পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপির দুই পক্ষের
  • থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক
  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
  • রাউজানে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত
  • রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০
  • রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ–গুলি, উত্তর জেলা আহ্বায়কসহ আহত ২০