নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে করা মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কৌশলে সেই ঘটনার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার জালাল হোসেন (৪০) নামের প্রধান অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এর আগে গত বুধবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। 

মামলার আসামিরা হলো উপজেলার সাতগাঁও ইউনিয়নের সখের গাঁও গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেন (৪০), জামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও একই এলাকার সেলিম মিয়া (৪২)। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার প্রধান আসামি জালাল হোসেন ওই গৃহবধূর স্বামীর চাচাতো ভাই। ২০২৪ সালের মে মাসে পারিবারিক কলহে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় জালাল ওই গৃহবধূর স্বামীর নামে মামলা করে। পরে মামলা থেকে তাঁর স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে গত ১৫ ফেব্রুয়ারি সে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ১৮ ফেব্রুয়ারি তাঁকে নরসিংদীর একটি হোটেলে নিয়ে আবার ধর্ষণ করে এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে আরও একাধিবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জালাল সোহেল ও সেলিমকে সেই ভিডিও দেয়। তারা গৃহবধূকে ভিডিও দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করে। পরে গৃহবধূ থানায় মামলা করেন। 

এদিকে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে তাঁর সৎভাইয়ের স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিকিয়া মহল্লার বাসিন্দা গৃহবধূ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলার আবেদন করেছেন। ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস আবেদনটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার মামলার বিষয়টি জানাজানি হয়। 

বিএনপি নেতা হাফিজুর রহমান মনি বলেন, পারিবারিক বৈঠকে খারাপ ব্যবহার করায় অভিভাবক হিসেবে আমি তাকে দুটি চড় দিয়েছি। আদালতে যেসব মিথ্যা অভিযোগ দিয়েছে, তা আমার জন্য লজ্জার।
 
ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, আদালতে আত্মসমর্পণ আসামির

রংপুরের মিঠাপুকুরে ২১ ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানানোর ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ করা সার্ভেয়ার রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার রংপুরে মিঠাপুকুর আমলি আদালতের-৩ বিচারক কৃষ্ণ কমলের আদালতে তিনি গোপনে আত্মসমর্পণ করেন। এর আগে গত বুধবার রুহুলের ভাই নুরুল আমিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

গত ২১ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে পাশের বাড়িতে গিয়েছিল শিশুটি। ওই সময় রুহুল আমিন শিশুটিকে কৌশলে ঘরে ডেকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা মিঠাপুকুর থানায় মামলা করেন। 

নেত্রকোনায় দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 
ঢাকা জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার রাতে উপজেলার গোয়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের রোকন মিয়ার ছেলে। র‍্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি একটি দলবদ্ধ ধর্ষণ মামলার ১২ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় শহিদুল কৌশলে পালিয়ে যায়। 

সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণচেষ্টা 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জালকুড়ি উত্তরপাড়া পানি ট্যাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   
অভিযুক্তরা হলেন আরিফ (৩২), ডালিম (৩৫) ও বেলাল (৩৫)। আরিফ ও ডালিম ভুক্তভোগীর স্বামীর প্রতিবেশী এবং বেলাল তাদের সহকর্মী। 

কালীগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মামলা 
ফেসবুকে প্রেমের সূত্র ধরে কুমিল্লা থেকে ডেকে এনে এক তরুণীকে গাজীপুরের কালীগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক। পরে বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিককে প্রধান আসামি করে সাতজনের নামে গত বুধবার রাতে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ফরিদ পালোয়ান (২৫)। 

রাবি ছাত্রীর পোশাক নিয়ে কটু মন্তব্যের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর পোশাক নিয়ে কটু মন্তব্য ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রীর বন্ধু ফারহান মাহমুদ স্বাধীন। বিকেলে এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে নগরের রাজপাড়া থানার হর্টিকালচার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রাজশাহী নগরের মতিহার থানার ধরমপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে মো.

তন্ময় (২৮) এবং একই এলাকার মো. ইন্তাজের ছেলে মিলন (৩৮)। 
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো ও প্রতিনিধি]

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর এ ঘটন য় উপজ ল র গ হবধ ক এল ক র রগঞ জ

এছাড়াও পড়ুন:

তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক: শারমিন আহমদ

স্বাধীনতাযুদ্ধকে যখন শুধু আওয়ামী লীগিকরণ করা হচ্ছিল, তখন তাজউদ্দীন আহমদ সেটার বিরোধিতা করেছিলেন বলে মন্তব্য করেছেন তাঁর কন্যা শারমিন আহমদ। তিনি বলেন, তাজউদ্দীন আহমদ শুধু আওয়ামী লীগের নয়। উনি পুরো জাতির। তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা-২০২৫’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারমিন আহমদ। সেখানেই তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে কথা বলেন শারমিন আহমদ। তিনটি শর্তের ওপর ভিত্তি করে এই চুক্তি হয় বলে জানান তিনি। তিনি বলেন, সে সময় তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, স্বীকৃতি বাদে বন্ধুত্ব হয় না। সেই স্বীকৃতি হতে হবে সমতার ভিত্তিতে। সে সময় তাজউদ্দীন আহমদ ভারতীয় সেনাবহিনীর একক কমান্ডে বাংলাদেশে প্রবেশ করতে চাওয়ার বিরোধিতা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘না, এটি যৌথ কমান্ডের ভিত্তিতে হবে। এটি আমাদের মুক্তিযুদ্ধ।’

আরও পড়ুনজন্মদিনে ডায়েরিতে যা লিখেছিলেন তাজউদ্দীন আহমদ২৩ জুলাই ২০২৫আরও পড়ুনতাজউদ্দীন আহমদ দেশের স্বাধীনতার প্রধান পুরুষ২৮ জুলাই ২০২৫

শারমিন আহমদ বলেন, তাজউদ্দীন আহমদ প্রতিরোধ না করলে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চুক্তিপত্রে লেখা থাকত ভারতের কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার যখনই মনে করবে, তখনই ভারতীয় বাহিনীকে প্রত্যাবর্তন করতে হবে, এটিই ছিল তৃতীয় শর্ত বলে জানান শারমিন আহমদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ওই শর্তের ভিত্তিতেই ভারতীয় বাহিনীকে প্রত্যাবর্তনের জন্য বলেন।

আরও পড়ুনতাজউদ্দীন আহমদ: রোজনামচার মানুষটিকে বোঝা২৩ জুলাই ২০২৫

অনুষ্ঠানে হতাশা প্রকাশ করে শারমিন আহমদ বলেন, এসব ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব ইতিহাস সংরক্ষণ করা হয়নি বলেই ভারতীয়রা এ দেশ স্বাধীন করেছে, এমন বয়ান তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটা খুব লজ্জার ব্যাপার। এই তথ্যগুলো নিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করতে হবে। কেননা, গৌরবমণ্ডিত ইতিহাস সংরক্ষণ না করা হলে জাতি আরও দ্বিধাবিভক্ত হয়ে যাবে।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মারক বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তাঁর বর্ক্তৃতার শিরোণাম ছিল ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি : ঐতিহাসিকতা ও রাজনৈতিকতা।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে সহপাঠীর সঙ্গে বেড়াতে যাওয়া স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক: শারমিন আহমদ
  • মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবা-মায়ের
  • ‘মাদকাসক্ত’ ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার
  • আসামি না হয়েও স্বেচ্ছায় কারাগারে যাওয়া সেই যুবক প্রতারণা মামলায় গ্রেপ্তার