বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে এক শিক্ষককে পেটান চাকরিচ্যুত দপ্তরি ও তাঁর স্ত্রী। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন হামলাকারী দম্পতির ছেলে। পরে ভুক্তভোগী শিক্ষক এ ঘটনায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দপ্তরিকে গ্রেপ্তার করে।

ফেনীর দাগনভূঞা এলাকায় ঘটেছে এ ঘটনা। গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ন কবির (৪৮)। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। জানা গেছে, বিদ্যালয় থেকে ওই দপ্তরিকে চাকরিচ্যুত করার জেরে শিক্ষককে পিটুনি দেওয়ার ঘটনাটি ঘটেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি শিশু জরিপ তথ্য হালনাগাদের জন্য বুধবার সকালে বিদ্যালয়ে যান ওই শিক্ষক। দুপুর ১২টার দিকে শ্রেণিকক্ষের সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ স্কুলের চাকরিচ্যুত দপ্তরি হুমায়ন কবির (৪৮), তাঁর স্ত্রী নাহার বেগম (৩৮) এবং ছেলে মো.

রিমন (১৯) অতর্কিতভাবে ওই শিক্ষকের ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে হুমায়ন কবির ও নাহার বেগম পিটুনি দিতে থাকেন এবং পিটুনির ভিডিও ধারণ করেন রিমন। এ সময় শিক্ষকের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে রিমনের ফেসবুক আইডিতে পিটুনির ভিডিওটি আপলোড করা হয়।

এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টার অভিযোগ এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ ঘটন

এছাড়াও পড়ুন:

ভবিষ্যতের এআই নিয়ে বিল গেটসের ভাবনা

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পাঁচ দশক ধরে আলোচিত প্রযুক্তি ব্যক্তিত্ব। মাইক্রোসফটকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সফল প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞান ও উদ্ভাবনসংক্রান্ত গবেষণার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন বিল গেটস। দীর্ঘ পেশাগত জীবনে বেশ কয়েকবার প্রযুক্তিনির্ভর ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। সম্প্রতি বিল গেটস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে বেশ কিছু চমকপ্রদ ভাবনা প্রকাশ করেছেন। বিল গেটসের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষকে আরও ভালোভাবে কাজ করার সুযোগ করে দিলেও সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিবর্তন খুব দ্রুত আসবে, যে কারণে সবাইকে তৈরি থাকতে হবে।

বিল গেটস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি মানুষের দৈনন্দিন কিছু কাজ কমিয়ে দেবে। তবে মানুষ আর প্রযুক্তি দুনিয়া প্রস্তুত না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নতুন সমস্যা তৈরি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে একটি ইতিবাচক পরিবর্তনও আসবে। এই প্রযুক্তি মানুষকে আরও ভালো কাজ করতে বা আরও বেশি সময় ছুটি কাটাতে সুযোগ করে দেবে।

আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) সম্পর্কে বিল গেটস জানান, এআইয়ের উন্নত একটি রূপ এজিআই। এই প্রযুক্তি বিক্রয় বা গ্রাহক সহায়তার মতো জটিল কাজ মানুষের চেয়ে ভালোভাবে করতে পারে। এজিআই মানুষের কাছে ভিন্ন জিনিস হলেও একবার যখন মেশিন এজিআই বুঝে যাবে তখন কম খরচে আরও নির্ভুলভাবে বিভিন্ন কাজ করা যাবে। তখন একটি বড় পরিবর্তন হবে।

আরও পড়ুননিজের যে সিদ্ধান্তের জন্য অনুতপ্ত বিল গেটস২৬ ফেব্রুয়ারি ২০২৫

এআই প্রযুক্তি দ্রুতগতির পরিবর্তন দেখে বেশ অবাক বিল গেটস। তাই তিনি নিজে কঠিন সব বিষয় বোঝার জন্য এআইকেন্দ্রিক বিভিন্ন টুল ব্যবহার করেন। তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিল গেটস জানান, তরুণদের কৌতূহলী হতে হবে। বিভিন্ন এআই টুলের ব্যবহার শিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। যদিও সেই চলার পথে বাধা আসার আশঙ্কা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুনযে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে০২ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ