সিদ্ধিরগঞ্জের আটি এলাকার ভূমি পল্লী বাড়ি প্লট কল্যাণ সমিতির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভূমি পল্লী আবাসন প্রকল্পের ভেতরে গোলচত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ভূমি পল্লী বাড়ি প্লট কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক আলমগীর পাটোয়ারীর সঞ্চালনায় এ মাহফিলে উপ¯ি’ত ছিলেন, সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত আব্দুল্লাহ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মফিজুল ইসলামসহ পল্লীর আবাসন প্রকল্পের কয়েক শতাধিক বাসিন্দা।  

ভূমি পল্লীর বাসিন্দা মো.

জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে এ মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব  বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও বিশ^ মুসলিম উম্মাহের শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইফত র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ