বন্দরের ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারি পাশ ময়লা আবর্জনার স্তুপে পরিনত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দরের বক্তারকান্দি এলাকায় ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চার পাশেই ময়লার স্তুপ।

সেই সাথে বালু ব্যবসায়ীদের বালু বাহী ট্রাক যাতায়তের ফলে ধুলাবালিতে স্কুলের শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।

এ বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শিক্ষা গ্রহণ করছে। শুধু তাই নয়, স্কুলের পাশের সরকারি হালট সিটি করপোরেশনের পুকুর ভরাট করে দখল করে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, আকিজ কোম্পানী সরকারি হালট ও সিটি করপোরেশনের জলাশয় দখল ও ভরাট করে স্থানীয়দের পানি ব্যবহারের উৎস বন্ধ করে দিয়েছে।

যা নিয়ে এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এদিকে আকিজের পাশাপাশি ব্যক্তিরাও দেয়াল দিয়ে সরকারি হালট দখর করে নিতে দেখা যায়। অপরদিকে স্কুলের প্রধান গেইট বন্ধ করে দিয়ে গলিতে গেইট খুলে শিক্ষার্থীদের যাতায়তের রাস্তা রাখা হয়। সে রাস্তার পাশে বিদ্যুৎ ঝুঁকি রয়েছে।

চরম ঝুঁকির মধ্যে ৪৪নং আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে নেই খেরার মাঠ যতটুকু মাঠ রয়েছে তাও আবার মাঠের মধ্যে টয়লেট নির্মাণ করে দখল করায় শিক্ষার্থীরা খেরাধুলা থেকেও বঞ্চিত।

তবে স্বাস্থ্য ঝুঁিকেতে স্কুলের মোকলমতি শিক্ষার্থীরা। স্থানীয়রা দ্রুত এর প্রতিকার চান। এ ব্যপারে ২৪নং ওয়ার্ড সচিবকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম র ব দ সরক র

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ