আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি
Published: 16th, March 2025 GMT
আগের ম্যাচে ফিফটি পেলেও এবার থামতে হয়েছে আগেই। অভিজ্ঞ লিটন দাস হাল ধরতে না পারলেও তরুণ আজিজুল হক তামিমের ব্যাটে ভর করে শেষ হাসি হেসেছে গুলশান ক্রিকেট ক্লাব।
রোববার (১৬ মার্চ, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২১ রান করে গুলশান। তাড়া করতে নেমে মাত্র ১৬৪ রানে অলআউট হয় পারটেক্স। ৫৭ রানের জয়ে শেষ হাসি হাসে গুলশান।
সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। ২৯ রান আসে জয়রাজ শেখের ব্যাট থেকে। ১৯ রান করেন আদিল। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ছোট লক্ষ্য হলেও কাছেই যেতে পারেনি পারটেক্স।
আরো পড়ুন:
আবাহনীর জয়ের দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!
গুলশানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ্জামান ও নাঈম ইসলাম।
এর আগে গুলশানের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন আজিজুল হক তামিম। ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
এ ছাড়া ৩২ রান করেন ইফতিখার হোসেন ইফতি। আগের ম্যাচে ৬০ রান করা লিটন আউট হন ২২ রানে। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।