দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি মিডিয়াকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নির্ভীক সাংবাদিকতায় মিডিয়াকর্মীদের বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইফতার মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান বলেন, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাংবাদিকদের বলিষ্ঠ মতামত ও রিপোর্ট সংশ্লিষ্ট সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করছে। গণমাধ্যমের এই দায়িত্ব পালনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ উপস্থাপনার প্রশংসা করেন তিনি।

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ