জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের স্থায়ী ঠিকানা ও ক্লাসরুম সংকট নিরসনের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের সামনে ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ‘আর নয় বাহানা দিতে হবে ঠিকানা’, ‘দিতে হবে দিতে হবে স্থায়ী ভবন দিতে হবে’, ‘ভবন চাই ভবন চাই দিতে হবে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরো পড়ুন:

জাবিতে শিবিরের ইফতারে শিক্ষার্থীদের ঢল

হলে হলে জাবি ছাত্রদলের ইফতার

বিকেল ৫টার দিকেও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে। কর্মসূচির এক পর্যায়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে সেখানে রেখে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী লুবাইনা ফাইয়াজ বলেন, “আমাদের ইনস্টিউটের প্রতিষ্ঠাকালীন সময়কাল থেকে খুব গুরুতর একটা সমস্যায় আমরা ভুগছি, সেটা হচ্ছে আমাদের ক্লাসরুম সংকট। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আমাদের প্রায় পুরো মাসই ক্লাস না করে হলে দিন কাটাতে হয়েছে এ সংকটের কারণে।”

তিনি বলেন, “আমাদের ওয়াশরুমসহ পারিপার্শ্বিক নানা বিষয়ে অন্য বিভাগে গিয়ে কার্যসম্পাদন করতে হয়। এ রকম একটি সংকটময় পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা খুব দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের স্থায়ী ভবন দাবি করছি। আশা রাখছি, জাবি প্রশাসন আমাদের এ ন্যায্য দাবিতে পাশে থাকবেন।”

কর্মসূচিতে অংশগ্রহণ করে একই বিভাবগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের চাওয়া ক্লাসরুম সংকট নিরসন। সাতটি ব্যাচ চলে আসার পর কোনো একটি ব্যাচের পরীক্ষা শুরু হলে ক্লাস করা দুরূহ হয়ে যায়। ইনস্টিটিউট হিসেবে আমাদের যে অধিকার, সেটা আমরা চাই। আমরা আশা করি, বর্তমান প্রশাসন একটি স্বয়ং সম্পুর্ণ ভবনের ব্যবস্থা করে দিবেন এবং যতদিন আমাদের দাবি বাস্তবায়ন না হবে, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।”

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ছাত্র সংসদের ভিপি সোহেল রানা বলেন, “তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট এবং স্থায়ী ঠিকানার দাবিতে আমাদের এ অবস্থান কর্মসূচি। আমরা ইতোপূর্বে উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছি এবং গতকালও স্যারকে অবহিত করেছি, যাতে আজকের সিন্ডিকেট মিটিং থেকে আমাদের ক্লাসরুম সংকটের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”

তিনি বলেন, “আমরা চাই অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে নতুন একাডেমিক ভবন করা হচ্ছে, সেখানে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য স্থায়ী ক্লাসরুমের ব্যবস্থা করা হোক। সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে ক্লাসরুমের ব্যবস্থা করা হোক।”

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশেদুল আলম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমরা তোমাদের দাবিতে একমত পোষণ করছি। আমরা দ্রুততম সময়ে এ বিষয় নিয়ে আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেব।”

২০১৭ সালে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নামে চালু হওয়া এ ইনস্টিটিউটের বয়স ৮ বছর হয়ে গেছে। কিন্তু ক্লাসরুম সংকট কাটেনি। বর্তমানে সাতটি ব্যাচ আছে এ ইনস্টিটিউটে।

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ