কত নম্বর জার্সি পরবেন, জানালেন হামজা
Published: 17th, March 2025 GMT
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান হামজা চৌধুরী। এরপর শুরু হয় তার বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষা। ভক্তরা তাকিয়ে ছিলেন মার্চের দিকে। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ২৫ মার্চ বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।
হামজা ভারতের শিলংয়ে ওই ম্যাচ খেলার আগে বাংলাদেশে এসেছেন। সোমবার সিলেট থেকে হবিগঞ্জে গ্রামের বাড়ি স্বানঘাটে আসেন তিনি। সেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন। সংবাদ মাধ্যমের সামনে নানান বিষয় নিয়ে কথা বলেন। প্রশ্নের জবাবে হামজা জানান, লাল-সবুজের আট নম্বর জার্সি পরতে চান তিনি।
হামজা বলেন, ‘৮ নাম্বার জার্সি পরে খেলবো আমি।’ এছাড়া জানান যে, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোন চাপ অনুভব করছেন না। ভারতকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী লেস্টার সিটি থেকে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব শেফিল্ডে ধারে খেলা হামজা চৌধুরী।
সাধারণত ৮ নম্বর জার্সি পরের সেন্ট্রাল মিডফিল্ডাররা। রিয়াল মাদ্রিদে যেমন ট্রনি ক্রুস ৮ নম্বর জার্সি পরতেন। আর্সেনালে মার্টিন ওডেগার্ড ৮ নম্বর জার্সি পরেন। বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি পরেন ৮ নম্বর জার্সি। অনেক সময় ডিফেন্সিভ মিডফিল্ডাররাও ৮ নম্বর লেখা জার্সি পরে খেলেন।
হামজা চৌধুরী জাতীয় দলের জার্সিতে কোন পজিশনে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। তবে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেই তাকে খেলানো হতে পারে। যদিও ক্লাব ক্যারিয়ারে তিনি ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাক হিসেবে খেলেছেন। হামজা লেস্টার সিটিতে ১৭ ও ৩৮ নম্বর জার্সি পরেছেন। ওয়াটফোর্ডে তার জার্সি ছিল ৪ নম্বর। বর্তমানে শেফিল্ডে তিনি ২৪ নম্বর জার্সি পরেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।