বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে গণইফতারের আয়োজন করা হয়েছে। এতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে এ গণ ইফতার অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়াও জুলাই আন্দোলনে আহত রংপুর বিভাগের ছাত্রজনতাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা দারুণ আনন্দিত। তাদের মতে, এর আগে বিশ্ববিদ্যালয়ে এত বড় পরিসরে ইফতারের আয়োজন হয়নি।

সাজু নামে শিক্ষার্থী বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য শেখায়। আমরা চাই, এ উদ্যোগ অব্যাহত থাকুক।”

আরেক শিক্ষার্থী বলেন, “গণ ইফতারে অংশ নিয়ে সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। জুলাই আন্দোলনে আহত ভাইয়েরাও আজ আমাদের সঙ্গে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ