নরসিংদীর রায়পুরায় তিন ব্যক্তির বিরুদ্ধে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গতকাল ওই গৃহবধূ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। তখন তাঁকে দ্রুত রায়পুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মো.

কলিমুল্লাহ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে তারাবিহর নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। ওই সময় রাকিব মিয়া (৩২) নামের এক যুবক দুজন সহযোগীসহ গৃহবধূর বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন রাকিব। আর তাঁর দুই সহযোগী মুঠোফোনে ভিডিও করেন। পরে তাঁর কান ও গলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। এ সময় রাকিব তাঁকে হুমকি দেন, ‘কাউকে জানলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিব মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ হবধ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ