ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ার ম্যাচগুলি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। কয়েকটি দলের বিশ্বকাপ খেলা নির্ধারিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবারের দুই রাউন্ড।
শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ারে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটার দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
আরো পড়ুন:
আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিলের দুশ্চিন্তা, নিষেধাজ্ঞা শঙ্কায় নেইমারসহ ১০ তারকা
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোয়ালিফায়ারের ব্রাজিল বেশ কিছু চ্যালেঞ্জের মাধ্য দিয়েই যাচ্ছে। প্রতিভায় স্বয়ংপূর্ণ একটি স্কোয়াড থাকা সত্ত্বেও, তারা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের বাইরে। ২০২৪ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এবং কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে পৌঁছেছে।
এসবের মাঝেই তারা শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে সেলেসাওরা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১২ রাউন্ডের খেলা শেষে তাদের ৫ জয়ের পাশাপাশি আছে ৩টি ড্র। দরিভালের দল হেরেছে ৪ ম্যাচে।
অন্যদিকে কলম্বিয়া স্কোয়াডের শক্তির বিচারে ভালো ছন্দেই রয়েছে। কোচ জেমস রদ্রিগুয়েজের অধীনে তারা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছিল। যদিও আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয় তাদের। বিশ্বকাপ কোয়ালিফায়ারেও তারা ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে।
ব্রাজিলিয়ান ভক্তরা এই আন্তর্জাতিক বিরতিতে নেইমারের জাতীয় দলে ফিরে আসার আশা করেছিলেন। এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। যদিও নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে নেইমারের ফিরে আসা কিছু আশা জাগিয়েছিল। তবে আবারও পেশীর চোটে পড়ায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনটা দীর্ঘায়িত হলো।
নেইমারের অনুপস্থিতিতে দরিভাল ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনহাকে আক্রমণভাগে রাখবেন। ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোল বারের নিচে আলিসন বেকারের থাকাটা নিশ্চিত। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে ভান্ডারসন, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলহেরমে আরানাকে। মধ্যমাঠে অবশ্যই থাকবেন ব্রুনো গুইমারায়েস ও জারসন। আক্রমণ ভাগে রাফিনহা, রদ্রিগো, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিলের ২০২৫ সালের সূচি সব বড় ম্যাচে ঠাসা। শুক্রবার সকালে ঘরের মাঠ মানে গারিনচা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর, সেলেসাওরা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই আম র ক কলম ব
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫