সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল
Published: 20th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সকলের মঙ্গল কামনায় বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে তাজমহল কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের মিলনমেলা ঘটে। সকলেই উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে ইফতার মাহফিলে বাংলাদেশ প্রতিদিনের উত্তরাত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, বাংলাদেশ প্রতিদিন সকলের পাঠকপ্রিয় পত্রিকা। এই পত্রিকাটি দ্রুত সময়ের মধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও তার অবস্থান ধরে রাখবে।
গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী মোঃ আরিফ ভূইয়া বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশ ও মানুষের পক্ষে কথা বলে। তারা ভবিষ্যতেও তাদের অবস্থান ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বাজুসের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে বাবু, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি এম এ কাইয়ুম, বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, এশিয়ান টিভির সাংবাদিক মোঃ ফারুক হোসেন হৃদয়, নয়া দিগন্তরে সাংবাদিক রিপন মাহমুদ আকাশ, এখন টিভির ষ্টাফ রিপোর্টার এসকে শাওন ও মাজহারুল ইসলাম ইমন, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আকাশ, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, মুসলিম টাইম পত্রিকার সাংবাদিক খালেদ সাইফুল্ল্যা রাসেল, সাংবাদিক শিপন সিকদার, স্বাধীনমত পত্রিকার সাংবাদিক সম্রাট আকবর, আমারদেশ পত্রিকার সাংবাদিক মোঃ আরিফ হোসেন, বাংলাদেশ পোষ্টের ফটো সাংবাদিক বিশাল আহমেদ, বাংলাদেশের আলোর সাংবাদিক মনিরুল ইসলাম, বর্তমান কথা পত্রিকার সাংবাদিক সোহেল রানা, জনবানী পত্রিকার সাংবাদিক নাদিম হোসেন, চ্যানেল এস এর সাংবাদিক এসএইচ মুন্না খান, খোলা কাগজের সাংবাদিক ইসমাইল হোসেন মিলন, জনদর্পন পত্রিকার সাংবাদিক আহসান হাবিব সোহাগ, আলোকিত শীতলক্ষ্যার সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন, গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক মোঃ জাকির হোসেন, রুপালী বাংলাদেশ এর সাংবাদিক মোঃ লিটন চৌধুরী, আলোকিত সকাল এর সাংবাদিক মোঃ তারা মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী সাকিব সাইফী, নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সভাপতি টিএইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা, যুবদল নেতা মাহবুব, যুবদল নেতা সোহেল রহমান, যুবদল নেতা পরশ মাহমুদ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মোঃ সেন্টু বেপারী, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি লাঙ্গলবন্ধ শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন, পরিবহন ব্যবসায়ী মোঃ মামুন হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ রব ও জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইফত র ন র য়ণগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
আজ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।