Prothomalo:
2025-09-18@01:25:40 GMT

পুলিশি তৎপরতা হতাশাজনক

Published: 21st, March 2025 GMT

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে গোটা দেশে অস্ত্রধারীরা মাঠে নেমেছিল। পতিত শক্তির রাজনৈতিক নেতা-কর্মী ও সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ভারী অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করে। তাদের অনেকেই গ্রেপ্তার হলেও অনেকে ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামে বেশির ভাগ অস্ত্রধারীই গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি কোনো অস্ত্রও। বিষয়টি চট্টগ্রামের আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি চালানো অস্ত্রধারীদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-পুলিশ। তবে তাদের ব্যবহৃত কোনো অস্ত্রই উদ্ধার করা যায়নি। পুলিশ বলছে, অস্ত্রধারীদের সবাই যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী। প্রদর্শিত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শটগান ও কাটা বন্দুক।

মোট কতজন অবৈধ অস্ত্র নিয়ে মাঠে নামেন, তা শনাক্ত করার কাজ চলছে। আন্দোলনে গুলি ও হামলায় নগরে ১০ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক মানুষ। এসব ঘটনায় ৮২টি মামলা হয়েছে। প্রায় আট মাস হয়ে গেলেও এখনো অস্ত্রধারীদের শনাক্তই করা যায়নি, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনাক্তই যদি করা না যায়, তাহলে অস্ত্রধারীদের কীভাবে গ্রেপ্তার করা যাবে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যাবে?

প্রকাশ্য অস্ত্রধারী গ্রেপ্তার না হওয়া এবং অস্ত্র উদ্ধার না হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের ব্যর্থতা স্পষ্ট হয়। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা তেমনটিই অভিযোগ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারও বলছে একই কথা। যেমন নগরের মুরাদপুরে গত বছরের ১৮ জুলাই গুলিতে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। তাঁর ভগ্নিপতি দীপক মিস্ত্রি বলেন, ‘কাদের হাতে অস্ত্র ছিল, পুরো দেশবাসী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। আমরা হত্যাকারীদের বিচার চাই।’

নগরের মুরাদপুর, ষোলশহর, বহদ্দারহাট, নিউমার্কেট মোড়, সিটি কলেজ রোড, জামালখান, আসকার দিঘির পাড় এলাকাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনে কারা গুলি চালিয়েছে, কারা অস্ত্রধারীদের নেতৃত্ব দিয়েছে, এসবের ভিডিও ফুটেজ এখন সর্বত্র পাওয়া যায়। এসব অস্ত্রধারী তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.

এসরালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের অনুসারী বলে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার ভয় কাটাতে অবশ্যই এসব অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে হবে। উদ্ধার করতে হবে অস্ত্রও। এটিও অনস্বীকার্য যে জুলাই গণহত্যার বিচারের জন্য অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। আশা করি, চট্টগ্রামের পুলিশ প্রশাসন এ ব্যাপারে আরও বেশি সক্রিয় হবে এবং নিজেদের তৎপরতা বাড়াবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
  • পুলিশের তৎপরতায় দুটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • নুরুল হকের ওপর হামলার ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য
  • ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
  • আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ফতুল্লার ৫ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তৎপরতা