গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন স্টেটমেন্ট সব সময় চর্চায় উঠে আসে। এবার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’। তবে এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর নাভির উজ্জ্বল এক টুকরা হীরা।
সম্প্রতি নিজের দেশে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নানান ভিডিও ও ছবি এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে উড়ে বেড়াচ্ছে। দীর্ঘদিন ভারতীয় ছবি থেকে দূরে আছেন তিনি। তবে এবার দক্ষিণের খ্যাতনামা চিত্রপরিচালক এস এস রাজামৌলির ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা। এই ছবির কারণে মুম্বাইয়ে এসেছেন অভিনেত্রী। আর তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তিনি।

আরও পড়ুনএকের পর এক ফ্ল্যাট বিক্রি করছেন কেন প্রিয়াঙ্কা০৭ মার্চ ২০২৫

প্রিয়াঙ্কা পুরোপুরি স্টাইলিশ আন্দাজে ধরা দিয়েছেন। তাঁর পরনে ছিল দামি ব্র্যান্ডের আকর্ষণীয় কো-অর্ড সেট। সাদা-কালো এই কো-অর্ড সেটের সঙ্গে কালো রঙের ক্রপ ট্যাংক টপ প্রিয়াঙ্কার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। জানা গেছে, এই বিটাউন তারকার পরনের ডিয়োর ব্রান্ডের কো-অর্ড সেটটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
তবে এদিন প্রিয়াঙ্কার এই ব্র্যান্ডেড পোশাককে ছাপিয়ে গেছে তাঁর নাভির জ্বলজ্বলে হীরা।

ক্রপ টপ পরার কারণে প্রিয়াঙ্কার নাভির এই হীরা সবার নজর কেড়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই হীরার দাম তিন কোটি টাকা বলা হচ্ছে। উজ্জ্বল হীরাটি প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্টকে এদিন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। পোশাকের সঙ্গে হালকা অলংকার বেছে নিয়েছিলেন তিনি। তাঁর কানে দেখা গেছে সোনালি হুপ কানের দুল, হাতে ব্রেসলেট, আর আঙুলে আংটি।

প্রিয়াঙ্কার এই নেকলেসটি বুলগারি থেকে নেওয়া। আইএনআর অনুসারে, এই নেকলেসের দাম ১২ কোটি রুপি বা ১৬ কোটি ৬৮ লাখ টাকা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ