বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দেশে এখনো চক্রান্ত চলছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বর্তমান উপদেষ্টা সরকার দ্রুত নির্বাচনের দিকে আগাচ্ছে।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে। তারেক রহমান দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না।

তিনি বলেন, যদি কেউ মনে করে শেখ হাসিনা আবার দেশে আসবে এটা ভুল কথা। তার আর দেশে আসার সুযোগ নেই। শেখ হাসিনার মেয়ে এমনকি তার গুষ্টি, হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।

এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একসঙ্গে ১৫ হাজার লোকের ইফতারের আয়োজন করে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন, জামাল উদ্দিন, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি মো.

রফিকুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র স

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ