আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল, বিকল্প কে
Published: 22nd, March 2025 GMT
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগল ব্রাজিল শিবিরে।
কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। এর অর্থ হলো, আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।
আরও পড়ুনমেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কে কেমন খেললেন২ ঘণ্টা আগেব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাঁদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তাঁর জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।
আলিসনের জায়গায় ওয়েভেরতনকে ডেকেছে ব্রাজিল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।