যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে দখল ও চাঁদা দাবির অভিযোগ
Published: 22nd, March 2025 GMT
আদালতের আদেশ অমান্য করে সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মো. শাহ আলম মানিক বাদী হয়ে শনিবার নয় জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রী শায়লা বেগম (৩৭), আবুল (৬০), বাবুল (৫০), জুলহাস (৪২), দুলাল (৪০), সেলিম (৩৭), রনি (৩০), রাব্বি (২৫) ও অনিক (২৭)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় ১৫.
শাহ আলম মানিকের ওই জমিতে থাকা ফলজ গাছ কেটে অভিযুক্তরা টিনশেডের ঘর নির্মানের চেষ্টা করলে তিনি বাঁধা প্রদান করেন। তিনি বাঁধা দিলে তাকে প্রাণ নাশ এবং লাশ গুমের হুমকি প্রদান করা হয়।
শাহ আলম মানিক বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২০ সালে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আমার জমি দখল করে নেয়। আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। গত ২১ মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের কপি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সাথে মারমুখী আচরণ করে। এসময় অভিযুক্তরা আমার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এদিকে অভিযুক্তদের রাব্বি বিষয়টি অস্বীকার করে বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা কোনো আইন অমান্য করিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক