রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইসিএসসি), পূর্ণকালীন দুই বছর মেয়াদে এমফিল ও তিন বছর মেয়াদে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদনের সময় দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করা হয়েছে।

প্রথমে ২৭ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ সময়। সেটি বৃদ্ধি করে ১০ মার্চ করা হয়। এবার আবেদনের সময় আগামী ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ওই দিন পর্যন্ত। আবেদনের অন্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষকেরা এমফিলের জন্য ১৫ হাজার টাকা এবং পিএইচডির জন্য ২০ হাজার টাকা মাসিক ফেলোশিপ পাবেন। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীকে এমফিল কোর্সে গবেষণার জন্য এক বছর এবং পিএইচডির জন্য দুই বছরের ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

*এমফিলে ভর্তির যোগ্যতা: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে।

১.

প্রার্থীর অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ অন্যটিতে নাম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতর্থ বিষয়সহ জিপিএ–৩.৭৫ থাকতে হবে;

২.

বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগগুলোয় শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএসসি (অনার্স) বিএসসি এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ–৪ স্কেলের মধ্যে উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে

অথবা

*এমবিবিএস/বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ডিভিএম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিডিপিএ কেসের মধ্যে ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে।

৩.

যেসব প্রার্থী ওপরের বর্ণিত উপধারা ১ ও ২-এর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ করেন না, তারা এমফিলে আবেদন করতে পারবেন, যদি তাদের ডিগ্রি পর্যায়ে—

(ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

পেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয়আরব আমিরাতে বৃত্তি, ইংরেজি দক্ষতায় বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

অথবা

(খ) স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিকে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(গ) কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে তিন বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে বিষয়ভিত্তিক ন্যূনতম দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকে।

পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতা

জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়।

১.

প্রার্থীর এমফিল উপধারা (১) ও (২)-এর ভর্তির যোগ্যতাসহ অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রিপ্রাপ্ত পিএইচডিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা নিতে পারবেন।

২.

এমফিল বিভিন্ন উপধারা (১) ও (২)-এর শিক্ষাগত যোগ্যতাসহ (ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(খ) স্নাতক/স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

(গ) কোন স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন জমা দিতে পারবেন। তবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ–৩.২৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণ এবং আবেদনের বিস্তারিত জানতে পোর্টালের ভর্তি অপশন হতে M.Phil অথবা Ph.D নির্বাচন করুন। সব তথ্য পূরণের পর আবেনদকারীকে এই পোর্টালের পছন্দনীয় অপশনের মাধ্যমে দুই হাজার পঞ্চাশ টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র দাখিল সম্পন্ন হবে না।

অনলাইনে আবেদন জমার পর আবেদনকারীকে পূরণকৃত ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট কপিতে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ, মার্কস সার্টিফিকেট ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে অবশ্যই আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে পোস্টাল মেইল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মো. আবু বকর সিদ্দিক, সচিব (ভারপ্রাপ্ত), রুম # ৪৪১, (৩য় তলা), ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস, স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।

আবেদনের পাঠানোর শেষ দিন: ১০ এপ্রিল, ২০২৫

*বিস্তারিত দেখুন এখানে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব সরক র ন য নতম ত ন বছর প এইচড য গ যত প রব ন র জন য ভর ত র পর য য সমম ন ন করত এমফ ল

এছাড়াও পড়ুন:

বস্ত্র অধিদপ্তরে বিশাল নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদ ১৯০টি। এসব শূন্য পদে জনবল নিয়োগে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে বস্ত্র অধিদপ্তর। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু আগামী ৪ আগস্ট। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটের পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি (Applicant’s copy) পাবেন। আবেদনকারী প্রার্থী এটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবেন।

পদের নাম ও সংখ্যা

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

২. টেইলার মাস্টার

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪. আর্টিস্ট ডিজাইনার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. প্যাটার্ন ডিজাইনার

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

৬. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুনকৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭২৪ জুলাই ২০২৫

৮. সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২০টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. মেকানিকস

পদসংখ্যা: ১৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. হিসাব সহকারী কাম–ক্যাশিয়ার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. বয়লার অপারেটর

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

১৫. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬৭টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৭. মালি

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৮. বাবুর্চি

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫আবেদনে বয়সসীমা

৪ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

* অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৪ আগস্ট ২০২৫, সকাল ১০টা।

* অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি

এ সময়সীমার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১ থেকে ১৩ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ (বারো) টাকাসহ মোট ১১২/- (এক শ বারো) টাকা ও ১৪ থেকে ১৮ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সব গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • অনুদান পায়নি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা
  • বস্ত্র অধিদপ্তরে বিশাল নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের