‘ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছি, সব পুড়ে ছাই হয়ে গেছে’
Published: 23rd, March 2025 GMT
নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারের ১৬টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের একজন মো. শাহজাহান। সততা এন্টারপ্রাইজ নামে তাঁর দোকানটিতে কাপড়, জুতা, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য বিক্রি হতো। শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘ঋণ করে ঈদের জন্য ৪০ লাখ টাকার মালামাল তুলছিলাম, আরও প্রায় ৪০ লাখ টাকার মালামাল দোকানে আগে থেকেই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এত টাকা ধারদেনা করছি, এখন কীভাবে শোধ করব কিছুই বুঝতে পারছি না। গত বছরেও এই সময়টাতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।’
ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, মনিহারি দোকান, চায়ের দোকান ও মুরগি বিক্রির দোকান রয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও দোকানিরাও পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মাইজদী স্টেশন থেকে দুটি ও সুবর্ণচর স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইজদী ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন