ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের সবাই পরিচিত মুখ। নামে না চিনেলেও কোনো না কোনো বিলবোর্ডে, টিভিসি-ওভিসি কিংবা কোনো পোশাকের মডেল শুটে দেখেছেন। হ্যাঁ, তারা সবাই মডেল। কেউ কেউ আবার নাটক সিনেমায় অভিনয়ও করছেন। 

নিজ নিজ পেশায় সবাই ব্যস্ত। তারপরও রমজান উপলক্ষে একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ হলো তাদের। মূলত নিজেদের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতেই হুট করে একসঙ্গে ইফতার আয়োজন করেন তারা। 

রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এই আয়োজনে মিলিন হোন তারা। 

বিষয়টি নিয়ে মডেল অভিনেতা রেহান বলেন, প্রতি বছরই আমরা সব মডেলরা মিলে একসঙ্গে ইফতার করি। এতে করে কাজের বাইরেও নিজেদের মধ্যে সম্পর্ক অটুট থাকে। নিজেদের মধ্যে একতা অটুট থাকে। একে অপরে আরও ভালো করে জানাশুনা হয় এবং নিজেদের মধ্যে শ্রদ্ধাবোধ বাড়ে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়