মহাসড়কে যানজট নেই, চাপ কমেছে ফেরিতে
Published: 29th, March 2025 GMT
প্রতিবছর ঈদের আগে-পরে কয়েক দিন যানবাহনের বাড়তি চাপ দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চলাচল। যদিও নেই চিরচেনা যানজট।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করছে নানা ধরনের যানবাহন। ঢাকামুখী লেনে গাড়ির চাপ তুলনামূলক বেশি। উভয় লেনেই পণ্যবাহী যানবাহনের চলাচল কমেছে।
যানবাহনের চাপ বাড়ার কারণে প্রায়ই যানজট দেখা দেয় মহাসড়কের সীতাকুণ্ড অংশের নানা স্থানে। তবে সকালে মহাসড়কের বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরাসহ নানা এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। মহাসড়কে কথা হয় হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ২৫ মার্চ থেকে ঈদ–পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জরুরি খাদ্য, ওষুধ ও রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচল করছে।
ফেরিতে চাপ কমেছেসীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে গত কয়েক দিন সন্দ্বীপগামী যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেলেও আজ সেটি কমে গেছে। চাপ নেই কুমিরা নৌঘাটেও। পর্যাপ্ত যাত্রী ছাড়াই সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে জাহাজ এমভি আইভি রহমান।
সকাল আটটার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটে অপেক্ষা করতে দেখা যায় ১টি ট্রাক, ২টি মাইক্রোবাস, ১টি বাস, ৮টি পিকআপ, ১০ মোটরসাইকেল ও ৩টি ব্যক্তিগত গাড়ি। ঘাটে জাফর আহমদ নামের এক যাত্রী বলেন, অল্প সময়ের জন্য প্রথম ট্রিপের ফেরি ধরতে পারেননি তিনি। ফলে তাঁকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
একটি বাসের চালক মোহাম্মদ মোস্তফা প্রথম আলোকে বলেন, তিনি ৪৫ জন যাত্রী নিয়ে হালিশহর থেকে এসেছেন। মহাসড়কের কোথাও যানজট না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই ফেরিঘাটে পৌঁছেছেন। যাত্রীপ্রতি সন্দ্বীপের এনাম নাহার পর্যন্ত পৌঁছাতে ভাড়া নিয়েছেন ৩০০ টাকা।
জোয়ার-ভাটায় পানির উচ্চতার ব্যাপক তারতম্যের কারণে আজ গাড়ি ফেরিতে উঠতে কিছু অসুবিধা হয়েছে। ফলে সকালের ট্রিপ ছেড়েছে সকাল সাড়ে ছয়টার পরিবর্তে সোয়া সাতটায়। ঘাটের শুল্ক আদায়কারী সাইফুল আহমেদ বলেন, সন্দ্বীপ থেকে ফিরে আসার পরে ১১টায় দ্বিতীয় ট্রিপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি ও যাত্রীর তেমন চাপ নেই বলে জানান তিনি।
জেটির অদূরে নোঙর করা আছে জাহাজ। নৌকায় করে সেই জাহাজে যাচ্ছেন যাত্রীরা। আজ সকাল ১০টার দিকে কুমিরা ঘাটে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য নজট
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫