তটিনী থেকে মিথিলা—সব তারকার পছন্দ জুঁই মাল্টিভিটামিন অয়েল
Published: 29th, March 2025 GMT
চুলের সব সমস্যার সমাধানে জুঁই এনেছে এক অভিনব সমাধান—জুঁই মাল্টিভিটামিন অয়েল। এই অয়েলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টিভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে ফ্ল্যাক্সসিড (তিসি) ও সেসামি সিড (তিল)। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
ভিটামিন এ চুলের আগা ফাটা কমায়, ভিটামিন ডি চুলের ফলিকল বৃদ্ধিতে সাহায্য করে ও ভিটামিন ই চুলের গোড়া মজবুত করে।
এই অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটি আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে:
জুঁই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল—চুল পড়া কমায়
জুঁই মাল্টিভিটামিন অনিয়ন অয়েল—নতুন চুল গজাতে সাহায্য করে
জুঁই মাল্টিভিটামিন বেলি অয়েল—চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল
নতুন মাল্টিভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানার জন্য জুঁই উপহার পাঠিয়েছে জনপ্রিয় তারকাদের কাছে। তাঁদের মধ্যে আছেন তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশীদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি ও সালহা খানম নাদিয়া। তাঁরা নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাঁদের পছন্দের কথা। আর চুলের যত্নে ভক্তদেরও জুঁইয়ের ওপর ভরসা রাখার কথা বলেছেন তাঁরা।
জুঁই মানেই প্রাকৃতিক বিশুদ্ধতা, রোম্যান্স আর নস্টালজিয়া। জুঁই মানেই তেলের প্রতিটি ফোঁটায় চুলের জন্য ভালোবাসা। চুলের যত্নে জুঁই ভবিষ্যতেও আস্থার জায়গা ধরে রাখবে, এটাই সবার প্রত্যাশা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।