ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি
Published: 30th, March 2025 GMT
ইনজুরি কাটিয়ে ফিরেই ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) রাতে তার গোলে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। আর এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হেরন্সরা।
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করেন। লুইস সুয়ারেজের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তার এই গোলে ভর করে ইন্টার মিয়ামি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে মেজর লিগে মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এই মৌসুমে এমএলএস-এ তিনি এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল বা অ্যাসিস্ট করে দলকে সহায়তা করেছেন।
তার আগে ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। টেইলরকে এই গোলে অ্যাসিস্ট করেন বেঞ্জামিন ক্রেমাসচি ও জর্দি আলবা। ম্যাচের ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে একটি গোল শোধ দেন ড্যানিয়েল গাজদাগ। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি তাদের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।
আরো পড়ুন:
মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে
ভোরে মাঠে নামছে মেসিহীন আর্জেন্টিনা
মেসি কিছুদিন ধরে ঊরুর সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে ইন্টার মায়ামির একটি ম্যাচে এই ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না খেলায় তিনি কেবল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোই মিস করেছেন।
আগামী শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে। আর ইন্টার মায়ামি বুধবার (০২ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে এবং পরবর্তী রোববার (০৬ এপ্রিল) টরন্টো এফসির বিপক্ষে এমএলএস ম্যাচে মাঠে নামবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী
কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।
তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।
এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।
আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।
নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি