ইনজুরি কাটিয়ে ফিরেই ইন্টার মায়ামি হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) রাতে তার গোলে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। আর এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে হেরন্সরা।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোল করেন। লুইস সুয়ারেজের কাছ থেকে পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তার এই গোলে ভর করে ইন্টার মিয়ামি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে মেজর লিগে মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এই মৌসুমে এমএলএস-এ তিনি এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল বা অ্যাসিস্ট করে দলকে সহায়তা করেছেন।

তার আগে ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। টেইলরকে এই গোলে অ্যাসিস্ট করেন বেঞ্জামিন ক্রেমাসচি ও জর্দি আলবা। ম্যাচের ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে একটি গোল শোধ দেন ড্যানিয়েল গাজদাগ। তবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি তাদের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।  

আরো পড়ুন:

মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে

ভোরে মাঠে নামছে মেসিহীন আর্জেন্টিনা

মেসি কিছুদিন ধরে ঊরুর সমস্যায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে ইন্টার মায়ামির একটি ম্যাচে এই ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না খেলায় তিনি কেবল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোই মিস করেছেন।  

আগামী শনিবার ফিলাডেলফিয়া ইউনিয়ন তাদের ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে। আর ইন্টার মায়ামি বুধবার (০২ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে এবং পরবর্তী রোববার (০৬ এপ্রিল) টরন্টো এফসির বিপক্ষে এমএলএস ম্যাচে মাঠে নামবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

মেসি গোল করেছেন, তবে জেতেনি মায়ামি

ইন্টার মায়ামি কখনো মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ কনফারেন্স সেমিফাইনালে ওঠেনি। আজ লিওনেল মেসিদের সামনে ছিল সেই সুযোগ। কিন্তু নাশভিলের মাঠ জিওডিস পার্কে সুযোগটা কাজে লাগাতে পারেনি মায়ামি। ম্যাচের ৯০ মিনিটে মেসি গোল করলেও তার আগে দুই গোল হজম করে ইন্টার মায়ামি হেরেছে ২-১ ব্যবধানে।

এই হারের পরও অবশ্য মায়ামির কনফারেন্স সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৮ নভেম্বর আবারও মুখোমুখি হবে মায়ামি-নাশভিল। সে ম্যাচের জয়ী দল পরের ধাপে উঠবে।

জিওডিস পার্কের ম্যাচটিতে মায়ামি গোল হজম করেছে ৯ ও ৪৫ মিনিটে। এর মধ্যে ৯ মিনিটে স্যাম সারিজের গোলটি ছিল পেনাল্টি থেকে। মায়ামি গোলকিপার রোকো রিওস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে ম্যাচ শেষে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো, ‘পেনাল্টিটা আমাদের একটা ধাক্কা দিয়েছে। কারণ, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো খেলছিলাম। আমার মনে হয় সিদ্ধান্তটা বিতর্কিত। রেফারিং নিয়ে কথা বলা আমার পছন্দ নয়। কিন্তু এখন বলতে হচ্ছে পেনাল্টির সিদ্ধান্তের বিষয়টি ভিএআরে না যাওয়াটা অদ্ভুত লেগেছে।’ প্রথমার্ধের শেষ দিনে নাশভিলের দ্বিতীয় গোলটি করেন জশ বাউয়ের।

ম্যাচের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। আর তাতেই ৯০ মিনিটে বক্সে ঢুকেই কোনাকুনি শটে বল জালে পাঠান মেসি। যোগ করা সময়ে দ্বিতীয় গোলের চেষ্টা চালিয়ে গেলেও নাশভিলের জমাট রক্ষণের বিপক্ষে সেটা আর সম্ভব হয়নি। মায়ামিকে মাঠ ছাড়তে হয় হার নিয়ে।

এমএলএস প্লে-অফে প্রথম রাউন্ডের খেলা হয় ‘বেস্ট অব থ্রি–সিরিজ’ হিসেবে। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ একই দল জিতে গেলে তৃতীয় ম্যাচ খেলার দরকার পড়ে না। ইন্টার মায়ামি প্রথম ম্যাচ ৩-১ গোলে জেতায় আজই কনফারেন্স সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু নাশভিল জেতায় প্রথম রাউন্ডের মীমাংসা গড়াল তৃতীয় ম্যাচে। যে ম্যাচটি হবে ৮ নভেম্বর চেজ স্টেডিয়ামে।

সম্পর্কিত নিবন্ধ

  • মেসি গোল করেছেন, তবে জেতেনি মায়ামি