ঈদের দিন আট জেলায় সড়কে ঝরল ১৬ প্রাণ
Published: 31st, March 2025 GMT
ঈদের দিন দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। এর মধ্যে, বেশি মানুষের মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায়। সেখানে বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে বগুড়ায়। সেখানে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন, মেহেরপুরে মাইক্রোবাসের চাপায় দুইজন এবং নাটোর, ব্রাহ্মণবাড়িয়া মাগুরা এবং ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
সোমবার (৩১ মার্চ) বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটেছে। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর-
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘‘চুনতি এলাকায় বাস-মিনিবাসের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের লাশ উদ্ধার করেছে।’’
বগুড়া
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শাহ আলম, তার কন্যাশিশু ও শ্বশুর। বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর ইউনিয়নের জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবা-মেয়ের মৃত্যু হয়।’’
অপরদিকে, বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অলক নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জয়দেব নামের মোটরসাইকেলের আরেক আরোহী।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, ‘‘অলক ও জয়দেব মোটরসাইকেলযোগে ঝুপুনিয়া আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। গতি বেশি থাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পরে যান তারা। এতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলককে মৃত ঘোষণা করেন।’’
গাজীপুর
গাজীপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি। ঘটনার পরে স্থানীয়রা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে একটি অটোরিকশায় শিউলি বেগম এবং তাবাসসুম নরসিংদীতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.
মেহেরপুর
মেহেরপুরে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান ও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হোসেনের ছেলে জুবায়ের হোসেন।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম রেজা বলেন, ‘‘বেপরোয়া গতিতে একটি মাইক্রোবাস আমঝুপি মেহেরপুর শহরে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা পিলারে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মোটরসাইকেলের দুই ও ভ্যানের দুই আরোহীসহ পাঁচজন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।’’
নাটোর
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ নামের এক যুবক নিহত হয়েছেন। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বিকেলে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন আব্দুল্লাহ। বাড়ি থেকে ২০০ গজ দূরে যেতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
মাগুরা
মাগুরার রামনগরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলমগীর কবীর বলেন, ‘‘রামনগর বাজার মোড় এলাকায় হাইওয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’
ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে আলমসাধুর চাপায় আরিফ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই ও আলমসাধুর চালক ইব্রাহিম হোসেন বলেন, ‘‘দুই ভাই সারাদিন আখের রস বিক্রি করে বাড়ি ফিরছিলাম। আমি আলমসাধু চালাচ্ছিলাম, আর আরিফ আলমসাধুর উপরে থাকা রস চাপা মেশিন ধরে বসে ছিল। ফুলবাড়ি নামক স্থানে পৌঁছালে গাড়ির সামনের চাকা খাদে পড়ে। সে সময় আরিফ উপর থেকে নিচে পড়লে ওর মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/রেজাউল/এনাম/রেজাউল/ফারুক/আরিফ/রুবেল/শাহীন/শাহরিয়ার/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ন শ চ ত কর ছ ন ব র হ মণব ড দ র ঘটন য় ঈদ র দ ন চ ক ৎসক উপজ ল র দ ইজন ত নজন
এছাড়াও পড়ুন:
দহন থেকে জংলি
‘আমি নিয়মিত অনেক চিত্রনাট্য পাচ্ছি। নিয়মিত সেসব সিনেমা করলে প্রচুর টাকা কামাতে পারব। ফিন্যান্সিয়ালি জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক আমাকে যেভাবে দেখতে চাচ্ছেন, তেমন গল্প পাচ্ছি না। দর্শক-প্রত্যাশার চেয়ে ভালো কিছু দিতে চাই। যখন সামগ্রিক চিন্তা করি, তখন ভাবতে হয় আমি কতটা আয় করলাম তার চেয়েও দর্শকের সামনে কীভাবে আসছি, সেটি মুখ্য। এটি একটি প্যাকেজ। মাঝে একটি-দুটি গল্প পছন্দ হয়। সেসব টিমের যে অবস্থা, বাজেট সামগ্রিকভাবে দেখতে গেলে ভালো গল্প তুলে আনা কঠিন হবে। তখন আমি না করে দিই। আমি চাইছি নিজের মতো করে কাজ করতে। জীবনে অনেক সিনেমা করতে হবে, এমন চিন্তা নেই। আমার মতো করে অল্প কিছু কাজ করে যেতে চাই।’ বলছিলেন সিয়াম আহমেদ।
গেল ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। যে সিনেমার সঙ্গে জড়িয়ে আছে নায়কের আবেগ ও পরিশ্রমের দীর্ঘ গল্প। সিনেমাটি করতে একচুলও ছাড় দেননি সিয়াম। ফলাফল হিসেবে পেয়েছেন দর্শকের অবারিত ভালোবাসা। জংলি মুক্তির পর তাই গল্পটি হয়ে উঠেছে সবার। দর্শকরা হলে গিয়ে কেঁদেছেন, গল্পে বুঁদ হয়ে থেকেছেন। করেছেন সিয়াম ও তাঁর টিমের প্রশংসা।
সিয়াম বললেন, ‘এ সিনেমায় আমি দীর্ঘ সময় দিয়েছি। সিনেমার জন্য চুলদাড়ি বড় করেছি। একটি সিনেমার জন্য আমার পাগলামি নিয়ে মা-বাবার মনে হয়তো প্রশ্ন ছিল, ছেলেটি চুল-দাড়ি বড় করে কী করছে? কী করেছি, এটি তো তাদের বোঝানো যায় না। তবে আমার আত্মবিশ্বাস ছিল, সিনেমাটি মুক্তির পরে গল্পটি তাদের টাচ করবে। কারণ, গল্পটিই এমন, এটি প্রথম যদি কাউকে টাচ করে, সেটি সন্তানের মা-বাবাদের। যে কারণে তাদের একসঙ্গে হলে নিয়ে কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত মা-বাবার কাছ থেকে সেরা ফিডব্যাক পেয়েছি। বাবা-মেয়ের গল্পটি দেখে তারা ইমোশনাল হয়ে গিয়েছিলেন। শুধু আমার বাবা-মা নন, অন্য মা-বাবাদের কাছেও গল্পটি নিজেদের হয়ে উঠেছে। তারা সিনেমাটি দেখে কেঁদেছেন। হল রিঅ্যাকশনের সেসব ভিডিও সবাই দেখেছেন। সব মিলিয়ে আমরা সফল। আমাদের জংলি সফল।’
মুক্তির পর থেকে ‘জংলি’ সিনেমার এগিয়ে যাওয়ার গ্রাফ দেখলে শুধু দর্শকের ভালোবাসায় সফল নয়, ব্যবসায়িকভাবেও সিনেমাটি যে সফল তার চিত্র বিদ্যমান। মাত্র ৮টি শো দিয়ে শুরু হওয়া সিনেমাটি ঈদের এতদিন পরও মাল্টিপ্লেক্সে ত্রিশটির মতো শো নিয়ে দাপিয়ে চলছে। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জংলি হয়ে উঠেছে দর্শকদের সিনেমা।
প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জানিয়েছেন, জংলি প্রায় ছয় কোটির (গ্রস) ক্লাবে প্রবেশ করেছে।
ঈদে মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে ‘জংলি’। এমনকি, দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘জংলি’। গত ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে এ সিনেমাটি। কানাডা ও আমেরিকার বক্স অফিসে প্রথম ৩ দিনের গ্রস ৩৫,০০০ ডলার আয় করে শুভসূচনা করেছে ‘জংলি’।
ঈদে আরও অনেক ছবি মুক্তি পেয়েছে। সেগুলোর মধ্যে জংলি বিশেষ হয়ে উঠেছে কেবল বাবা-মেয়ের গল্পের কারণে। সঙ্গে সিয়ামের নজরকাড়া অভিনয়। নৈঋতার পাখি হয়ে ওঠার দারুণ চেষ্টা। দিমিত্রি থে স্টোনহার্ট নামে এক মনীষী বলেছেন, ‘একজন বাবা বলেন না যে তিনি তোমাকে ভালোবাসেন; বরং তিনি দেখিয়ে দেন যে, তিনি তোমাকে ভালোবাসেন’ জংলি সিনেমায় সিয়াম সেটি বোঝাতে পেরেছেন। ফলে সিনেমাটি হয়ে উঠেছে সবার।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছেন– ‘পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।’
সিয়াম তাঁর জীবনের সেই দৈত্যকে জাগাতে পেরেছেন। পেরেছেন বলেই হয়তো আজ তিনি সাধারণ সিয়াম থেকে নায়ক সিয়াম হয়ে উঠেছেন। সিয়ামের যাত্রাটা শুরু বেশ আগে হলেও পুরোপুরি শুরু হয় ‘দহন’ সিনেমার মাধ্যমে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটির মাধ্যমে সিয়াম নাটক থেকে পুরোপুরি চলচ্চিত্রের মানুষ হয়ে ওঠেন। সে যাত্রা এখনও চলছে। প্রথম সিনেমায় যে সিয়ামকে সবাই দেখেছেন, জংলির সেই সিয়াম যেন আকাশ-পাতাল। তখন সিয়াম ছিলেন তরুণ, এই সিয়াম এখন বাবা। পর্দায় ও বাস্তবে দুই জায়গাতে দারুণ এক বাবা হয়ে উঠেছেন তিনি। নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে আগামী পরিকল্পনা কী? প্রশ্ন রাখলে নায়ক বলেন, ‘আমি নিজের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। যারা আমার আগের কাজ দেখেছেন, তারা যেন বলেন, আগের কাজকে ছাড়িয়ে যেতে পেরেছি। আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়া কঠিন।’