সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির আগে থেকে আলোচনায় থাকলেও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সমালোচকরা।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির রেটিং খুব একটা ভালো নয়। চলচ্চিত্র সমালোচক ঋষভ সুরি বলেন, “সালমান খান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামগ্রিকভাবে ‘সিকান্দার’ সেই ঈদি সিনেমা নয়।” তবে বক্স অফিসে সিনেমাটির যাত্রা মোটামুটিভাবে শুরু হয়েছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি দ্বিতীয় (২৫ কোটি রুপি, নিট)। প্রথম অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি, নিট)। দুই দিনে বিশ্বব্যাপী ‘সিকান্দার’ আয় করেছে ৫৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান

মুক্তির আগেই ‘সিকান্দার’ সিনেমা ফাঁস

‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ