মধুমতি নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
Published: 1st, April 2025 GMT
গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে পড়ে নিখোঁজ কলেজছাত্র আব্দুল করিম মুন্সীর (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুরে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
আব্দুল করিম মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতালশাহী গ্রামের হাফিজুর মুন্সীর ছেলে এবং ঢাকার মীরপুরের ঢাকা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বলেন, ‘‘মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে মাদরীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
আরো পড়ুন:
বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ
নিখোঁজের ৩ দিন পর পদ্মায় মিলল কিশোরের লাশ
মৃতের বাবা হাফিজুর মুন্সী জানান, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন আব্দুল করিম। মঙ্গলবার দুপুরে নৌকায় করে মধুমতি নদীতে মাছ ধরতে যান চার বন্ধু। এ সময় জালে জড়িয়ে নদীতে পড়ে নিখোঁজ হন আব্দুল করিম।
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব