Prothomalo:
2025-08-01@13:59:41 GMT

বিছানা–গাড়ি বানিয়ে হইচই

Published: 5th, April 2025 GMT

সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা, এক ব্যক্তি বিছানায় রাখা কোলবালিশে বাঁ হাত রেখে আরাম করে বসে আছেন। ডান হাত দিয়ে একটি স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেখানেই দেখা যায় এই চিত্র।

অদ্ভুত দেখতে এই ‘বিছানা–গাড়ি’ তৈরি করেছেন ভারতীয় তরুণ নওয়াব শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সড়কে নিজের অদ্ভুত এই গাড়ি নিয়ে বের হয়েছিলেন নওয়াব। তাঁর গাড়ির কারণে সেদিন সেই সড়কে রীতিমতো যানজট লেগে গিয়েছিল।

নওয়াবের সেই বিছানা–গাড়ির ওপর ম্যাট্রেস পাতা। তার ওপর উজ্জ্বল রঙের চাদর, বালিশ। বিছানার পায়ের দিকের অংশে আবার দুটি সাইড মিরর লাগানো।

ইনস্টাগ্রামে নওয়াবের বিছানা–গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।

অন্য গাড়ির মতো নওয়াবের গাড়িতেও চারটি চাকা ও ব্রেক আছে। আছে একটি স্টিয়ারিং। ভিডিওতে একপর্যায়ে তাঁকে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে বলিউডের নায়ক শাহরুখ খানের মতো করে পোজ দিতে দেখা যায়। তারপর বসে আবার তিনি তাঁর অদ্ভুত গাড়িটি চালাতে শুরু করেন।

ওই ভিডিওর নিচে মন্তব্যের ঘর নানা মন্তব্যে ভরে ওঠে। একজন লেখেন, ‘ভারত নতুনদের জন্য নয়।’

আরেকজন লেখেন, ‘রোলস–রয়েস থেকে ৬৯টি মিসড কল এসেছে।’

অন্য আরেকজন লেখেন, ‘এমনটা কেবল ভারতেই দেখা যায়।’

সড়কে এমন একটি গাড়ি চালানোর অনুমতি নওয়াবের আছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে গাড়িটি তৈরি করেছেন নওয়াব। এ জন্য তাঁর ব্যয় হয়েছে দুই লাখ রুপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নওয়াবের গাড়ির প্রশংসা করলেও পুলিশ গাড়িটি আটকে দিয়েছে। এমনকি সেটি খুলেও ফেলা হয়েছে। কারণ, গাড়িটির কারণে মুর্শিদাবাদের রানীনগর-দমকল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নওয় ব র

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ