ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে মহাসড়কের ঢাকাগামী ও চট্টগ্রামগামী লেনের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এমন দৃশ্য দেখা যায়।

লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আগমনের কারণে এ যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকেই যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, তীব্র যানজটের কারণে অধিকাংশ লোককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেকেই আবার তীব্র যানজটের কারণে বাসায় ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। এদিকে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

মনির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, মালিবাগ যাওয়ার জন্য ৩০ মিনিট আগে কাঁচপুর মোড় থেকে বাসে উঠেছি। কিন্তু রাস্তায় এত যানজট যে, বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে।

শ্যামলী আক্তার নামের আরেক যাত্রী জানান, দীর্ঘক্ষণ বাসে বসে আছি। কতক্ষণ রাস্তার এই অবস্থা থাকবে জানি না। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে এছাড়া লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রচুর পুণ্যার্থী আসায় গাড়ির চাপ বাড়ছে তাই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ য নজট র র য নজট

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মিনারবাড়ি-লাঙ্গলবন্দ সড়কের ৬টি পয়েন্টে সংস্কার

অতি বৃষ্টির কারণে বন্দরের মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি থেকে লাঙ্গলবন্দ সড়কের ৬টি গুরুত্বপূর্ণ স্পটে খানা খন্দের সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাবৎ যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনা সহ যানবাহন বিকল হয়ে যাত্রী ও চালকরা দুর্ভোগ পোহাচ্ছিলেন।

জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। তিনি তার ব্যক্তি উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মিনারবাড়ি থেকে লাঙ্গলবন্দ সড়কের মিনারবাড়ি, মুছাপুর স্ট্যান্ড, ঋষিবাড়ি, প্রেমতলা, ডিস্টিক বোর্ড ও লাঙ্গলবন্দ স্ট্যান্ডের সন্নিকটে ৬টি স্পটে ইট ও বালু ফেলে সড়কের সংস্কার কাজ করেছেন। এতে দুর্ভোগ কমেছে ওই সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও গাড়ি চালকদের।

অটো চালক কবির হোসেন (২৭) বলেন, অনেক দিন ধরে এই রাস্তার অনেক জায়গায় গর্তের সৃস্টি হয়েছে। গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। আবার যাত্রীরা ঝাকুনিতে কস্ট পায়। সাবেক চেয়ারম্যান মাকসুদ সাহেব আজকে (মঙ্গলবার) গর্তগুলো মেরামত করে দিয়েছেন। এইটা একটা ভালো কাজ।

এলাকাবাসী জানায়, একের পর এক ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার ও উন্নয়ণমূলক কাজ করে এলাকায় সুনাম কুড়াচ্ছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।  যেখানেই সমস্যা ও জনদুর্ভোগ, সেখানেই ছুটে যাচ্ছেন তিনি ও তার তার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। 

এলাকাবাসী আরও জানায়, জনদুর্ভোগ কমাতে অতি সম্প্রতি বন্দরের নবীগঞ্জ স্ট্যান্ড থেকে মিনারবাড়ি সড়ক ও ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ পৃথক ২টি সড়কের সংস্কার করেন মাকসুদ হোসেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মিনারবাড়ি-লাঙ্গলবন্দ সড়কের ৬টি পয়েন্টে সংস্কার