টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। খুলছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই। জীবিকার তাগিদে ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।
রবিবার (৬ এপ্রিল) সকালেও অনেকে ঢাকা ফিরছেন।
সকালে যাত্রাবাড়ীতে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি এসে থামছে। পরিবার, পরিজন নিয়ে অনেকে ঢাকা ফিরছেন। মহাসড়কে যানজট না থাকলেও ঢাকায় ঢুকতে বেগ পেতে হচ্ছে। কিছুটা যানজট দেখা গেছে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
গোপালগঞ্জ থেকে আসা নাসরিন আক্তার বলেন, “লম্বা ছুটি ছিলো। প্রিয়জনদের সঙ্গে কাটিয়ে এলাম। আবার ব্যস্ত শহরে। নানান স্মৃতি নিয়ে ফিরলাম। আবার কোরবানি ঈদের অপেক্ষা।”
বরিশাল থেকে আসা হেমায়েত উদ্দিন বলেন, “ভোরে রওনা হয়েছি। উদ্দেশ্য এসে অফিস করবো। চলে এসেছি। রাস্তায় তেমন যানজট নেই।”
ভাড়ার বিষয়ে তিনি বলেন, “ভোক্তা অধিকার অভিযান চালালে ভাড়া ঠিক থাকে। তারা চলে গেলে আবার বাড়তি ভাড়া নিচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া বেশি দিয়ে আসতে হচ্ছে।”
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। তবে দিতে হয়েছে বাড়তি ভাড়া। এ বিষয়ে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ঢাকা/মামুন/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//