চাঁদপুরের মতলবে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে এবং খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বশির প্রধানীয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বহরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির প্রধানীয়া বহরী গ্রামের মৃত বাদশা প্রধানীয়ার ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বহরী গ্রামের কৃষক বশির প্রধানীয়া ও রমিজ উদ্দিন বয়াতীর মধ্যে সরকারি খালপাড়ের দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে এ নিয়ে পুনরায় দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে খালে মাছ ধরতে যান বশির প্রধানীয়া ও তার দুই ছেলে। এ সময় রমিজ উদ্দিন দলবল নিয়ে তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে বশির প্রধানীয়া আহত হন। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বশির প্রধানীয়ার মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘‘খালপাড় দখল ও সেখানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে তার বাবা ও ভাইদের বেধড়ক পিটিয়েছেন রমিজ উদ্দিন। তার লাঠির আঘাতেই বাবা মারা গেছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’’
অভিযোগের বিষয়ে রমিজ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
অমরেশ//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি