কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান
Published: 10th, April 2025 GMT
জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার দাবিতে ESADS, CLEAN এবং BWGED-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিটি বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজন করা হয়, যেখানে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
অংশগ্রহণকারীরা "নিরাপদ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন জ্বালানি চাই" স্লোগান এবং নবায়নযোগ্য শক্তির বিনিয়োগ দ্রুততর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ESADS-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের ফলে জ্বালানি ব্যয় বেড়েছে এবং পরিবেশের বিপর্যয় ত্বরান্বিত হয়েছে।
বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে বাংলাদেশকে সৌর ও বায়ু শক্তির দিকে যেতে হবে, যাতে ব্যয়বহুল ও ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো যায়।
ESADS-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, "আমরা বাঁশখালীর ভুলগুলো আবারও ঘটতে দিতে পারি না। বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎ পরিচ্ছন্ন ও টেকসই হতে হবে।
২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা- "উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।"
মানববন্ধনের সমাপ্তিতে আয়োজকরা নবায়নযোগ্য শক্তির পক্ষে নীতি সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ESADS-এর সিনিয়র সহসভাপতি ফজলুর হক ভূঁইয়া, মোক্তার,ময়নাল, মালেক সহ প্রমুখ।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১
আরো পড়ুন
বন্দরে বাকপ্রতিবন্ধী আফজাল ৯ দিন ধরে নিখোঁজ
বন্দরে এসএসসি পরীক্ষায় ১ম দিনে অনুষ্ঠিত ২৮
বন্দরে মসজিদের দান বাক্সের টাকা চুরি করে পালানো ইমাম !
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২
এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি
রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুই শিল্প কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স এসো: এর বিভিন্ন কর্মসূচি
পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: কয়ল ভ ত ত ক ব দ য ৎ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ত র স মরণ ব এনপ র পর ক ষ
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা হবে আগামীকাল বুধবার। এখন তোমাদের জন্য থাকছে কীভাবে পরীক্ষায় ভূগোল ও পরিবেশ বিষয়ে খুব ভালো নম্বর তোলা যায়, তার টিপস।
সময় ও নম্বর বিভাজনপরীক্ষায় বহুনির্বাচনি অংশে ৩০টি প্রশ্ন থেকে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১x৩০ অর্থাৎ ৩০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর করে।
আর সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৭x১০ অর্থাৎ ৭০ নম্বর।
পাঠ্যবইকে গুরুত্ব দাওএবার পুরো সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ভূগোল ও পরিবেশ বিষয় কিন্তু অনেক তথ্যভিত্তিক, সিলেবাসও বেশ বড়। মনোযোগ দিয়ে বুঝে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতিই তোমাকে সৃজনশীল প্রশ্ন সহজে বুঝতে এবং বহুনির্বাচনি অংশে অধিক নম্বর তুলতে সহায়তা করবে।
বহুনির্বাচনি অংশবহুনির্বাচনিতে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। প্রতিটি অধ্যায়ে অনেক নাম, উচ্চতা, উৎপত্তি স্থান, অক্ষাংশ-দ্রাঘিমাংশসহ বিভিন্ন বিষয়ে মনে রাখতে হবে। শিলা, বায়ুপ্রবাহ, বায়ু অধ্যায়ের বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে। বহুনির্বাচনি অংশে প্রশ্নের উত্তর তোমাকে খুব বুঝে করতে হবে। এটাই তোমার জিপিএ বাড়াতে সহায়তা করবে।
আরও পড়ুনঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ১১টি নির্দেশনা২৬ এপ্রিল ২০২৫সৃজনশীল অংশসৃজনশীল অংশের প্রশ্নের উত্তর চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবন মূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশে ভাগ থাকবে। তবে উত্তর লেখার সময় মাথায় রাখবে যাতে নির্দিষ্ট সময়ের লেখা শেষ হয়। উত্তরে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।
সময়কে কাজে লাগাওসময়কে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। পরীক্ষার আগে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ১ ঘণ্টা আগেআঁকাগুলো অভ্যাস করোভূগোল ও পরিবেশের ক্ষেত্রে ছবি আঁকার একটা ব্যাপার থাকে। অনেক সময় ছবির কথা বলা হয় না, কিন্তু তোমাকে বুদ্ধি করে ছবিটা আঁকতে হবে। এতে তোমার নম্বর বাড়বে। তাই বাড়িতে ছবিগুলো ঘড়ি ধরে সুন্দর করে আঁকতে চেষ্টা করো। এটা তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
রিভিশন দাওলেখা শেষে অবশ্যই পুরো খাতা ভালো করে রিভিশন দেবে। রিভিশন দিলেই চোখে পড়বে পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কি না। আর ভুল থাকলে তা সহজেই ঠিক করতে পারবে। তাই রিভিশনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ।
লেখক: মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২১ ঘণ্টা আগেআরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫