এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঝড়বৃষ্টির মধ্যে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও পঞ্চগড়ের পরীক্ষার্থীরা। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেকে উত্তরপত্রে লিখতে সমস্যায় পড়ে। কিছু কেন্দ্রে মোমবাতিও মেলেনি। বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা।
জানা গেছে, সকাল থেকে বৃষ্টি ও ঝড় শুরু হয়। ফলে দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। ১০টায় পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে মোমবাতির ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে মোমবাতি জ্বালিয়ে বাংলা প্রথমপত্র পরীক্ষা দেয় ৬৫০ শিক্ষার্থী।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম জানান, বৃষ্টি ও ঝড়ের কারণে গাছ পড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য লোডশেডিং দিতে হয়েছে।
এদিকে ঝড়বৃষ্টির কারণে ঠাকুরগাঁওয়ের অধিকাংশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরুর পর পরই বিদ্যুৎ চলে যায়। আবার অনেক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় বিপাকে পড়ে পরীক্ষার্থীরা। ফলে মোমবাতি জ্বেলে আধাঘণ্টা উত্তরপত্রে লিখতে হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী কাউসার বলে, ‘আমাদের রুমে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আলো কম থাকায় প্রশ্ন পড়া ও উত্তর লিখতে সমস্যা হয়েছে।’
রংপুরের গঙ্গাচড়ায় ঝড়বৃষ্টির কারণে কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী অন্ধকারে খাতা নিয়ে বসে ছিল। কিছু কেন্দ্রে মোমবাতির ব্যবস্থা করা হয়। প্রায় ৪৫ মিনিট পর বিদ্যুৎ এলে স্বস্তি ফেরে।
এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জ এম পি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছে সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ এসএসস পর ক ষ র থ র ম মব ত র
এছাড়াও পড়ুন:
ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য, আসন ১২০০
ঢাকা কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ইআইআইএন ১০৭৯৭৭।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিচের উল্লিখিত বিভাগ অনুসারে ন্যূনতম জিপিএপ্রাপ্ত ছাত্ররা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
১. বিজ্ঞান বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৫.০০,
২. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৭৫,
৩. মানবিক বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৫০।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আসনসংখ্যাবিজ্ঞানে ৯০০টি, ব্যবসায় শিক্ষায় ১৫০টি এবং মানবিক ১৫০টি আসনে ছাত্র ভর্তি করা হবে।
ভর্তি ও কলেজ–সংক্রান্ত তথ্য১. একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩০ জুলাই থেকে আগামী ১১ আগস্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।
২. অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা।
৩. এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫৪. ভর্তির ফলাফল তিনটি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ করা হবে।
৫. একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দ ক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে।
৬. নির্বাচিত শিক্ষার্থীকে নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫