মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প
Published: 11th, April 2025 GMT
দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে বিরোধের জেরে মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধে ৮১ বছরের পুরনো চুক্তি ভঙ্গ করা এবং ‘টেক্সাসের কৃষকদের কাছ থেকে পানি চুরি’ করার অভিযোগ এনেছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে পানি বন্টন চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, মেক্সিকোকে প্রতি পাঁচ বছর অন্তর আন্তঃসংযুক্ত বাঁধ এবং জলাধারের মাধ্যমে রিও গ্রান্ডে থেকে ১ দশমিক ৭৫ মিলিয়ন একর-ফুট পানি যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে। এক একর ফুট পানি দিয়ে অলিম্পিকের আকারের প্রায় অর্ধেক সুইমিং পুল ভরে যায়।
আন্তর্জাতিক সীমানা ও পানি কমিশনের তথ্য অনুসারে, বর্তমান পাঁচ বছরের জলচক্র অক্টোবরে শেষ হচ্ছে, কিন্তু মেক্সিকো প্রয়োজনীয় জলের ৩০ শতাংশেরও কম পাঠিয়েছে।
বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “১৯৪৪ সালের পানি চুক্তির অধীনে মেক্সিকো টেক্সাসের কাছে ১ দশমিক ৩ মিলিয়ন একর-ফুট পানি পাওনা, কিন্তু দুর্ভাগ্যবশত মেক্সিকো তাদের চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। আমার কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স টেক্সাসের কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আমরা শুল্ক এবং এমনকি নিষেধাজ্ঞাসহ ব্যবস্থা নিতে থাকব, যতক্ষণ না মেক্সিকো চুক্তিটি সম্মান করে এবং টেক্সাসকে তাদের পাওনা পানি না দেয়।”
মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।